আজ দেশে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেকটা বেড়ে যায় (West Bengal Coronavirus Update)। সব থেকে ভয় ধরাচ্ছে কেরালার অবস্থা। এ রাজ্যও তার ব্যতিক্রম নয়। এখনও রাজ্যে নভেল করোনাভাইরাস এর দাপট চলছেই । রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের মতো উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যথারীতি দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুরে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরে আবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সন্ধান ভালো মতোই পাওয়া যাচ্ছে। তবে রাজ্যে সবার উপরে যথারীতি শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া।
advertisement
রাজ্যে করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর উপরে থাকছে। আজ রাজ্যে গত ২৪ ঘন্টায় ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৮২৫ জন। পরপর দুদিন করোনা আক্রান্ত থেকে করোনা মুক্ত হওয়ার সংখ্যা অনেকটাই কমল। গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ৪৪,১৭০ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৮৬০ জন করোনা পজিটিভ।
রাজ্যে করোনা পজিটিভিটি রেট অনেকটাই কমে ১.৯৫% হল।
রাজ্যের মধ্যে যথারীতি সবাইকে ছাপিয়ে মহানগর কলকাতার রেকর্ডকে কেউ টপকাতে পারছে না। কলকাতা আক্রান্তের ক্ষেত্রে সবথেকে বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় ২৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যদিকে, এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় বেশ কিছুটা বেড়ে ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। নতুন করে কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ৭৬ জন, মৃত্যু হয়েছে একজনের।
আরও পড়ুন: BSF-এর ক্ষমতা নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে মামলার হুঁশিয়ারি চিঠি বিজেপি নেতার
আরও পড়ুন: কোভিড-যুদ্ধে ঝুঁকিপ্রবণ এই জিনটিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের, আশঙ্কার মুখে ভারত!
দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করণা আক্রান্ত হয়েছে ৬৭ জন । অন্যদিকে হুগলি জেলাতেও করোনা আক্রান্ত হয়েছে ৪৫ জন,মৃত্যু হয়েছে 3 জনের। নদীয়া জেলায় আক্রান্তের সংখ্যা কমে হল ২৯ জন, মৃত্যু একজনের। পশ্চিম বর্ধমান জেলায় ২৭ জন আক্রান্ত এবং পূর্ব বর্ধমান জেলায় ২৬ জন এদিন আক্রান্ত হয়েছে। গতকাল থেকেই বাঁকুড়া জেলায় হঠাৎ করে আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে,গতকালের ২২ জন আক্রান্ত হওয়ার পর আজ একধাক্কায় ৩৭ জন আক্রান্ত। হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আবার দার্জিলিং জেলায় এদিন করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা আক্রান্ত হয়েছে,মৃত্যু হয়েছে এক জনের। এর পরেই দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত ২৭ জন। এরপরই জলপাইগুড়ি জেলায় ১৭ জন আক্রান্ত এবং কোচবিহার জেলায় ১৫ জন আক্রান্ত।
রাজ্যের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে কম আবার পুরুলিয়া জেলায়, সেখানে গত ২৪ ঘন্টায় করণা আক্রান্ত হয়েছে মাত্র ২ জন। অন্যদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলা এবং এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্ত গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জন করে। পূর্ব মেদিনীপুর জেলার করোনা আক্রান্ত সে অনেকটা কমে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে মাত্র চারজন।