উল্লেখ্য গত বছর করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবছরও সংক্রমণ সম্পূর্ণভাবে চলে যায়নি। তাই সবরকম সাবধানতা অবলম্বন করে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে কম সংখ্যক পরীক্ষার্থী রাখা হবে। আড়াইশো জন করে পড়ুয়া প্রত্যেকটি কেন্দ্রের জন্য ধরে রাখা হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে এই সংখ্যা কিছুটা বাড়তি হলেও হতে পারে। তবে এই সংক্রমণের সময় সব রকম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ এবং স্থানীয় প্রশাসন।
advertisement
Location :
First Published :
Feb 28, 2022 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুর্গাপুর স্থানীয় প্রশাসনের