TRENDING:

West Bardhaman News- আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুর্গাপুর স্থানীয় প্রশাসনের

Last Updated:

দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে একটি বৈঠকে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দুর্গাপুরে বাড়ানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দুর্গাপুরের স্থানীয় প্রশাসন। করোনা পরিস্থিতি এবং পড়ুয়াদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে থাকছে আইসোলেশন রুম। দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে একটি বৈঠকে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দুর্গাপুরে বাড়ানো হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। মূল পরীক্ষা কেন্দ্র থাকছে তেরোটি। পাশাপাশি সাবভেনু থাকবে মোট ৫০ টি। মূল পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলির প্রত্যেকটিতে থাকবে একটি করে আইসোলেশন রুম। কোন পরীক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে, তাকে আইসোলেশন রুমে নিয়ে গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য থাকবে পিপিই কিটের ব্যবস্থা। তাছাড়াও জানা যাচ্ছে, চলতি বছরে দুর্গাপুরে মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবছর দুর্গাপুর থেকে মাধ্যমিক পরীক্ষায় বসবেন ১৩২২৫ জন। তার মধ্যে ৭১২৫ জন পরীক্ষার্থী ছাত্রী। এবং বাকি ৬ হাজার ১০০ জন ছাত্র পরীক্ষার্থী।
advertisement

উল্লেখ্য গত বছর করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবছরও সংক্রমণ সম্পূর্ণভাবে চলে যায়নি। তাই সবরকম সাবধানতা অবলম্বন করে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে কম সংখ্যক পরীক্ষার্থী রাখা হবে। আড়াইশো জন করে পড়ুয়া প্রত্যেকটি কেন্দ্রের জন্য ধরে রাখা হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে এই সংখ্যা কিছুটা বাড়তি হলেও হতে পারে। তবে এই সংক্রমণের সময় সব রকম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ এবং স্থানীয় প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুর্গাপুর স্থানীয় প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল