Aparna Sen on BSF | BJP: BSF-এর ক্ষমতা নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে মামলার হুঁশিয়ারি চিঠি বিজেপি নেতার

Last Updated:

বৃহস্পতিবার অপর্ণা সেনকে চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী (Aparna Sen on BSF | BJP)।

BSF-এর ক্ষমতা নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে মামলার হুঁশিয়ারি চিঠি বিজেপি নেতার
BSF-এর ক্ষমতা নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে মামলার হুঁশিয়ারি চিঠি বিজেপি নেতার
#কলকাতা: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ, অসং ও পঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মোদি সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বাঙালি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen on BSF | BJP)। আর তার জেরে অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিল বিজেপি। বৃহস্পতিবার অপর্ণা সেনকে চিঠি পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী (Aparna Sen on BSF | BJP)। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (Aparna Sen on BSF | BJP)
গত সোমবার কলকাতা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে বাংলায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন অপর্ণা সেন। অভিযোগ, সেখানে তিনি প্রশ্ন তোলেন বিএসএফ-এর কাজ নিয়েও। বিজেপি নেতা অনির্বাণের অভিযোগ, অপর্ণা বিএসএফ-কে খুনি ও ধর্ষক বলে অপমান করেছেন। বৃহস্পতিবার তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবীর চিঠি পাঠানো হয়েছে অপর্ণা সেনকে। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী পৃথ্বীজয় দাসের নামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিএসএফ নিয়ে মন্তব্যের জন্য আগামী সাত দিনের মধ্যে অপর্ণা সেন যদি নিঃশর্ত ক্ষমা না চান, তা হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ১৬ বছর ধরে এই জটিল রোগে আক্রান্ত নিক জোনাস! সহযোগিতার হাত বাড়ালেন প্রিয়াঙ্কা
সোমবার ঠিক কী বলেছিলেন অপর্ণা? তিনি অভিযোগ করেন, সেনার শাসন জারির চেষ্টা করছে কেন্দ্র। সেনাকে যতটা ক্ষমতা দেওয়ার কথা, তা থেকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। অপর্ণা সেন অভিযোগ করে বলেন, 'মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউড়ে উঠছি।' অপর্ণার আরও অভিযোগ, 'এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি BSF-এর এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে।'
advertisement
অপর্ণার এই মন্তব্যের পরই গর্জে উঠেছিল বঙ্গ বিজেপি। বাংলা বিজেপির ব মোর্চার সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ একটি ট্যুইট করে অভিনেত্রী অপর্ণা সেন-সহ বুদ্ধিজীবীদের কটাক্ষ করেন। সৌমিত্রবাবু লেখেন, 'বিপদের দিনে যারা মানুষের পাশে থাকে না তারা বুদ্ধিজীবী নয়, তাঁরা সন্ত্রাসজীবী।' অপর্ণার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তোপ দেগেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aparna Sen on BSF | BJP: BSF-এর ক্ষমতা নিয়ে মন্তব্যের জের, অপর্ণা সেনকে মামলার হুঁশিয়ারি চিঠি বিজেপি নেতার
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement