একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এমন করেছেন? কারণ মানুষ জানতে পারলে অযথা আতঙ্ক করবেন ৷ ভয় পাবেন, করোনা ঠিক হওয়ার পরেই বাড়ির বাইরে পা রেখেছেন ৷ তাঁর প্রথম থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল ৷ তিনি খুব সাবধানে বাড়ি থেকে বেরতেন ৷ শুধুমাত্র চুল কাটতে বাইরে বেরিয়েছিলেন ৷ তিনি ভেবেই পাচ্ছেন না এত সাবধান হওয়া সত্ত্বেও কী করে করোনা আক্রান্ত হলেন? তাঁর লড়াই আরও কঠিন ছিল কেননা আমার ৮৪ বছরের মা ও দুই ছেলে জন্য চিন্তা হত সব সময়েই ৷
advertisement
উর্বশী জানিয়েছেন এখনও তাঁর মায়ের সামনে দাঁড়াতে বেশ ভয় পান তিনি ৷ করোনা আক্রান্ত হওয়ার পরে সবার ঘৃনার পাত্র হয়েছিলেন ৷
Location :
First Published :
October 20, 2020 9:43 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বড় সত্য প্রকাশ্যে! জনপ্রিয় টিভি তারকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা গোপন করেছেন!
