এই পরিস্থিতিতে গত সপ্তাহ থেকেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ বেছে নিয়েছে দেশের একধিক সংস্থা। তবে শুনতে যতটা সহজ মনে হয়, আদৌ বিষয়টা ততটা সহজ নয়! ঠিকঠাকভাবে ওয়র্ক ফ্রম হোম করার জন্য রইল কিছু টিপস--
পরিবারের সদস্যদের বুঝতে দিন, বাড়িতে বসে কাজ করলেও আপনি অফিসে যতখানি কাজ করতেন, এখনও ঠিক ততটাই কাজ করছেন। বাড়িতে আছেন মানেই আপনি তাঁদের জন্য সবসময় হাজির থাকবেন, এমনটা নয়!... প্রথমেই এই ধারনাটা তৈরি করুন।
advertisement
আগেই বাড়িতে এমন একটি জায়গা বেঁছে নিন, যেখানে নিশ্চিন্তে বসে অফিসের কাজ করতে পারবেন।
যেখানে বসে কাজ করছেন, তার চারপাশটা যেন পরিষ্কার, খোলামেলা হয়। কাজের ফাঁকে চারপাশে তাকালে যেন মনখারাপ বা অবসাদ না হয়। মাথায় রাখবেন, বাড়িতে বসে কাজ করতে কিন্তু একসময় একঘেয়েমি তৈরি হতে পারে, কারণ এখানে আপনার সহকর্মীরা কেউ নেই।
আগেভাগেই ফোন এবং ল্যাপটপে চার্জ দিয়ে রাখুন।
আপনার বাড়িতে ইন্টারনেট স্পিড এবং কানেক্টিভিটি কেমন, তা আগে থেকেই পরীক্ষা করে নিন।
একটা নির্দিষ্ট সময় মেনে কাজ শুরু আর শেষ করার চেষ্টা করুন।
