নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে ৷ সামাজিক কর্তব্য এটাই ৷ সারা দেশ জুড়ে যেন জরুরি অবস্থা জারি হয়েছে ৷ সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা, আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ, আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত রকমের ট্রেন চলাচল বন্ধ থাকছে ৷ একমাত্র পণ্যবাহী বিমান ও ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকছে ৷ স্বাভাবিক থাকছে অত্যাবশ্যকীয় পরিষেবা, সবজি, দুধ, মাছ, ফলমূল, পেট্রোপণ্য, জ্বালানি ৷
advertisement
অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরনোর পরামর্শ ৷ শুধুই পরামর্শ নয় কেন্দ্র ও রাজ্য মিলে জারি করেছে আইন এই আইন না মানলে কঠোর শাস্তি ও জরিমানার সম্মুখীন হতে হবে সবাইকে ৷ এই কঠিন পরিস্থিতিতে আশার আলো সোশ্যাল মিডিয়া কাঁপানো এক যুবতীর গানে তোলপাড় ৷
আমরা করব জয় নিশ্চয়, We shall overcome ৷ এই ভাবেই মানুষ মানরণ করোনার বিরুদ্ধে জয়লাভ করুক ৷ করোনা যুদ্ধে জয়ী হোক মানবতা ৷ মারণ জীবণু থেকে বাঁচার জন্য যুবতীর প্রার্থনা ৷ সব যেন ভাল হয় ৷ সবার যেন ভাল হয় ৷
