২৯ মার্চ থেকে আইপিএলের ১৩ তম মরশুম শুরু হওয়ার কথা ছিল৷ করোনা অতিমারির জেরে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল অবধি পিছিয়ে দেওয়া হয়েছিল টুর্নামেন্ট আর এরপর সেটা ৩ মে অবধি লকডাউনের দ্বিতীয় পর্ব ঘোষণার পর আইপিএল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইপিএল আয়োজন করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে ৷ এসএলসি প্রেসিডেন্ট শাদমি সিলভা জানিয়েছেন আইপিএল যদি বাতিল হয় তাহলে বিসিসিআই ও কর্ণধারদের ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হবে ৷
advertisement
তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমবে সেটা যদি অন্য দেশে আয়োজন করা হয় তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হবে ৷
আরও জানা গেছে , যদি খেলা শ্রীলঙ্কায় হয় তাহলে ভারতীয় দর্শকরা টেলিভিশনে খেলা দেখতে পাবেন ৷ এর আগেও আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছে ৷ তারা আরও জানিয়েছেন ভারতীয় বোর্ডের থেকে তারা উত্তরের আশায় রয়েছেন ৷
২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়েছে এবং ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের প্রথম দুটি সপ্তাহ আয়োজিত হয়েছিল ৷
আরও দেখুন
