TRENDING:

Corona India: বাঁচবে কী করে! গতবারের তুলনায় করোনা সংক্রমণ বেড়েছে ৩০০%, ICU বেড বেড়েছে মাত্র ১৯%

Last Updated:

সরকারি হিসেব বলছে ICU বেডের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে মাত্র ১৯ শতাংশ! করোনা আক্রান্তের সঙ্গে তুলনায় যা একেবারেই নগন্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনার অবস্থা ভয়াবহ৷ সরকারি তথ্য বলছে গতবারের তুলনায় দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০০ শতাংশ৷ তবে সেই তুলনায় একেবারেই বাড়েনি ICU বেডের সংখ্যা৷ সরকারি হিসেব বলছে ICU বেডের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে মাত্র ১৯ শতাংশ! করোনা আক্রান্তের সঙ্গে তুলনায় যা একেবারেই নগন্য৷ এই স্বাস্থ্য পরিকাঠামোর হাল হলে, কীভাবে সম্ভব করোনা আক্রান্ত রোগীকে ICU-তে ঠাঁই দেওয়া৷ কারণ প্রয়োজনের তুলনায় তা তো খুবই কম৷
advertisement

দেশে করোনার প্রথম ঢেউের সময় অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে একদিনে সর্ববৃহৎ আক্রান্তের সংখ্যা ছিল ৯৭৮৯৪জন৷ সেই সময় ICU বেডের সংখ্যা ছিল ৬৩৭৫৮টি৷ গত বছরই ৪ এপ্রিল করোনার প্রথম ঢেউয়ে আক্রান্তের সংখ্যার নিরিখে যখন ছিল শীর্ষে, ১ দিনে আক্রান্ত ছিল ১.০৩ লক্ষ৷ এবছর করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ে তখন ১৫ এপ্রিল ২৪ ঘণ্টায় সেই আক্রান্তের সংখ্যা পৌঁছয় ২ লক্ষে এবং ২২ এপ্রিল তা ৩ লক্ষের গন্ডি পার করে৷ এরপর প্রতিদিনের নিরিখে সেই সংখ্যা বেড়েই চলেছে৷ যদিও খুব বেশি বাড়েনি আইসিইউ বেডের সংখ্যা৷ এপ্রিল মাসে তা ছিল ৭৫৮৬৭টি৷ জানিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক৷ যার মানে দাঁড়াচ্ছে যে, প্রতিদিন গড়ে আক্রান্তের নিরিখে ৩২৩ শতাংশ বৃদ্ধি পেলেও, আইসিইউ বেডের সংখ্যা বেড়েছে মাত্র ১৮.৯৯ শতাংশ৷ News18-র বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷

advertisement

আরও পড়ুন COVID-19 in India: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.১১ লক্ষ, মৃত ৪০৭৭জন

২০২০ এপ্রিল মাসে দেশে আইসিইউ বেডের সংখ্যা ছিল ২৪০০০টি৷ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেখে, বাড়ানো হয়েছিল বেডের সংখ্যাও৷ তবে ২০২১ জানুয়ারি মাসে সেই বেডের সংখ্যা কমানো হয়৷ সে কারণেই করোনা রোগীরা হন্য হয়ে আইসিইউ বেড খুঁজলেও, তা মেলা মুশকিল হয়ে পড়ছে৷

advertisement

শনিবার, ১৫ মের, হিসেব অনুযায়ী মুম্বইয়ে ২৯৮৪টি ICU bed-র মধ্যে খালি ছিল মাত্র ২৭৭টি৷ একই ভাবে নয়াদিল্লিতে ৬৩১৩ মোট ICU bed রয়েছে যেখানে ৫৫৮টি খালি ছিল শনিবার৷ গোয়ায় খালি ছিল না কোনও ICU bed৷ অন্ধ্রপ্রদেশে মোট ৬৪০৬টি ICU bed-র মধ্যে মাত্র ২৯৮টি খালি ছিল৷ কেরল ও ছত্তীশগড়ের ছবিটা একটু হলেও আশাব্যাঞ্জক ছিল৷ কেরলে মোট ৭২৯০ ICU bedর মধ্যে খালি ছিল ২০৯২টি বেড এবং ছত্তীশগড়ে মোট ২৩৩৭টি বেডের মধ্যে খালি ছিল ৯২৬টি বেড৷

advertisement

আরও পড়ুন COVID19 India: করোনার দ্বিতীয় ঢেউ কমার ইঙ্গিত, সপ্তাহব্যাপী রিপোর্ট দেখে কিছুটা হলেও জাগছে আশা

সেরা ভিডিও

আরও দেখুন
'বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোঁব না!' বিড়াল কিনা দেয় মাছ পাহারা? দুর্গাপুরের মিনিকে দেখুন!
আরও দেখুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০৭৭জন৷ মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪জন৷ এটা ঠিক যে সব করোনা রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না৷ অনেকেই বাড়িতে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে সক্রিয় আক্রান্তের সংখ্যার নিরিখে ICU bed-র সংখ্যা অনেকটাই কম৷ হিসেবে দেখা যাচ্ছে যে মাত্র ২ শতাংশ রোগী পাবেন ICU-তে ঠাঁই৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona India: বাঁচবে কী করে! গতবারের তুলনায় করোনা সংক্রমণ বেড়েছে ৩০০%, ICU বেড বেড়েছে মাত্র ১৯%
Open in App
হোম
খবর
ফটো
লোকাল