দেশে করোনার প্রথম ঢেউের সময় অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে একদিনে সর্ববৃহৎ আক্রান্তের সংখ্যা ছিল ৯৭৮৯৪জন৷ সেই সময় ICU বেডের সংখ্যা ছিল ৬৩৭৫৮টি৷ গত বছরই ৪ এপ্রিল করোনার প্রথম ঢেউয়ে আক্রান্তের সংখ্যার নিরিখে যখন ছিল শীর্ষে, ১ দিনে আক্রান্ত ছিল ১.০৩ লক্ষ৷ এবছর করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ে তখন ১৫ এপ্রিল ২৪ ঘণ্টায় সেই আক্রান্তের সংখ্যা পৌঁছয় ২ লক্ষে এবং ২২ এপ্রিল তা ৩ লক্ষের গন্ডি পার করে৷ এরপর প্রতিদিনের নিরিখে সেই সংখ্যা বেড়েই চলেছে৷ যদিও খুব বেশি বাড়েনি আইসিইউ বেডের সংখ্যা৷ এপ্রিল মাসে তা ছিল ৭৫৮৬৭টি৷ জানিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক৷ যার মানে দাঁড়াচ্ছে যে, প্রতিদিন গড়ে আক্রান্তের নিরিখে ৩২৩ শতাংশ বৃদ্ধি পেলেও, আইসিইউ বেডের সংখ্যা বেড়েছে মাত্র ১৮.৯৯ শতাংশ৷ News18-র বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷
advertisement
আরও পড়ুন COVID-19 in India: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.১১ লক্ষ, মৃত ৪০৭৭জন
২০২০ এপ্রিল মাসে দেশে আইসিইউ বেডের সংখ্যা ছিল ২৪০০০টি৷ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেখে, বাড়ানো হয়েছিল বেডের সংখ্যাও৷ তবে ২০২১ জানুয়ারি মাসে সেই বেডের সংখ্যা কমানো হয়৷ সে কারণেই করোনা রোগীরা হন্য হয়ে আইসিইউ বেড খুঁজলেও, তা মেলা মুশকিল হয়ে পড়ছে৷
শনিবার, ১৫ মের, হিসেব অনুযায়ী মুম্বইয়ে ২৯৮৪টি ICU bed-র মধ্যে খালি ছিল মাত্র ২৭৭টি৷ একই ভাবে নয়াদিল্লিতে ৬৩১৩ মোট ICU bed রয়েছে যেখানে ৫৫৮টি খালি ছিল শনিবার৷ গোয়ায় খালি ছিল না কোনও ICU bed৷ অন্ধ্রপ্রদেশে মোট ৬৪০৬টি ICU bed-র মধ্যে মাত্র ২৯৮টি খালি ছিল৷ কেরল ও ছত্তীশগড়ের ছবিটা একটু হলেও আশাব্যাঞ্জক ছিল৷ কেরলে মোট ৭২৯০ ICU bedর মধ্যে খালি ছিল ২০৯২টি বেড এবং ছত্তীশগড়ে মোট ২৩৩৭টি বেডের মধ্যে খালি ছিল ৯২৬টি বেড৷
আরও পড়ুন COVID19 India: করোনার দ্বিতীয় ঢেউ কমার ইঙ্গিত, সপ্তাহব্যাপী রিপোর্ট দেখে কিছুটা হলেও জাগছে আশা
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০৭৭জন৷ মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪জন৷ এটা ঠিক যে সব করোনা রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না৷ অনেকেই বাড়িতে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে সক্রিয় আক্রান্তের সংখ্যার নিরিখে ICU bed-র সংখ্যা অনেকটাই কম৷ হিসেবে দেখা যাচ্ছে যে মাত্র ২ শতাংশ রোগী পাবেন ICU-তে ঠাঁই৷