COVID19 India: করোনার দ্বিতীয় ঢেউ কমার ইঙ্গিত, সপ্তাহব্যাপী রিপোর্ট দেখে কিছুটা হলেও জাগছে আশা

Last Updated:
২০ শতাংশ কমেছে পজিটিভিটি রেটও (Positivity rate)৷ হিসেব বলছে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের থেকে বেশি কমেছে৷
1/5
•করোনার ভাইরাস সংক্রমণের (coronavirus second wave) দ্বিতীয় ঢেউয়ে (করোনাভাইরাস ২ য় তরঙ্গ) নাজেহাল অবস্থা গোটা দেশের৷ প্রতিদিন প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া প্রতিদিন গড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনার কারণে৷ প্রতিদিনই খারাপ খবর শুনতে শুনতে ক্লান্ত সকলে৷ এরই মধ্যে এল কিছুটা স্বস্তির খবর৷ কিছুটা হলেও দাপট দেখাতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউ, (decrease in COVID19 rate India)এমনই মত বিশেষজ্ঞদের৷ তথ্য অনুযায়ী, গত ৭ দিনে প্রতিদিনের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ ২০ শতাংশ কমেছে পজিটিভিটি রেটও (Positivity rate)৷ হিসেব বলছে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের থেকে বেশি কমেছে৷
•করোনার ভাইরাস সংক্রমণের (coronavirus second wave) দ্বিতীয় ঢেউয়ে (করোনাভাইরাস ২ য় তরঙ্গ) নাজেহাল অবস্থা গোটা দেশের৷ প্রতিদিন প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া প্রতিদিন গড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনার কারণে৷ প্রতিদিনই খারাপ খবর শুনতে শুনতে ক্লান্ত সকলে৷ এরই মধ্যে এল কিছুটা স্বস্তির খবর৷ কিছুটা হলেও দাপট দেখাতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউ, (decrease in COVID19 rate India)এমনই মত বিশেষজ্ঞদের৷ তথ্য অনুযায়ী, গত ৭ দিনে প্রতিদিনের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ ২০ শতাংশ কমেছে পজিটিভিটি রেটও (Positivity rate)৷ হিসেব বলছে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখের থেকে বেশি কমেছে৷
advertisement
2/5
•দেশের করোনার পরিসংখ্যান বলছে যে, এই মুহুর্তে মৃতের সংখ্যা তেমন কিছু কমেনি। তবে গত দুই দিনে গড়ে মৃত্যুর হার কিছুটা হ্রাস পেয়েছে (Death in Corona)। শনিবার আবারও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার পেড়িয়েছে।
•দেশের করোনার পরিসংখ্যান বলছে যে, এই মুহুর্তে মৃতের সংখ্যা তেমন কিছু কমেনি। তবে গত দুই দিনে গড়ে মৃত্যুর হার কিছুটা হ্রাস পেয়েছে (Death in Corona)। শনিবার আবারও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার পেড়িয়েছে।
advertisement
3/5
•তবে গ্রামীণ ভারতে পরিস্থিতি খুবই শোচনীয় (Rural India COVID19)। করোনার পরীক্ষাও এখানে সঠিকভাবে হচ্ছে না। সেক্ষেত্রে সঠিকভাবে বলা যাবে না যে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমেছে। তবে তথ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে৷ যদি গত ৭ দিনের গড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেখা যায়, তাহলে তাতে ৫০ হাজার মতো সংখ্যা কমেছে৷ ৮ ই মে ৩.৯ লক্ষ করোনা আক্রান্ত হন যা এক সপ্তাহ পরে এই শনিবার, ১৫ মে তা কমে দাঁড়িয়েছে ৩.৫৪ লক্ষে।
•তবে গ্রামীণ ভারতে পরিস্থিতি খুবই শোচনীয় (Rural India COVID19)। করোনার পরীক্ষাও এখানে সঠিকভাবে হচ্ছে না। সেক্ষেত্রে সঠিকভাবে বলা যাবে না যে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট কিছুটা কমেছে। তবে তথ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে৷ যদি গত ৭ দিনের গড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেখা যায়, তাহলে তাতে ৫০ হাজার মতো সংখ্যা কমেছে৷ ৮ ই মে ৩.৯ লক্ষ করোনা আক্রান্ত হন যা এক সপ্তাহ পরে এই শনিবার, ১৫ মে তা কমে দাঁড়িয়েছে ৩.৫৪ লক্ষে।
advertisement
4/5
•একই ভাবে পজিটিভিটি রেটও কমছে (decrease in Positivity Rate)৷ গত ৭ দিনে তা উল্লেখযোগ্য হারে নজরে এসেছে৷ ৮ মে থেকে ১৪ মে এই হার ছিল ১৯.৫ শতাংশ। আগের সপ্তাহে, এই হার ছিল ২২.৪ শতাংশ। অর্থাৎ ৭ দিনে প্রায় ৫০ হাজার কমেছে পজিটিভিটি রেট৷
•একই ভাবে পজিটিভিটি রেটও কমছে (decrease in Positivity Rate)৷ গত ৭ দিনে তা উল্লেখযোগ্য হারে নজরে এসেছে৷ ৮ মে থেকে ১৪ মে এই হার ছিল ১৯.৫ শতাংশ। আগের সপ্তাহে, এই হার ছিল ২২.৪ শতাংশ। অর্থাৎ ৭ দিনে প্রায় ৫০ হাজার কমেছে পজিটিভিটি রেট৷
advertisement
5/5
•সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে এখন ৩৬,৭৩,৮০২ হয়েছে যা মোট করোনা আক্রান্তের ১৫.০৭ শতাংশ৷ দেশে মোট সুস্থতার হার ৮৩.৮৩ শতাংশ৷ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের হারও কমেছে বলে দাবি করা হয়েছে যার মধ্যে রয়েছে দিল্লি, ছত্তিশগড়, দামান এবং দিউ, হরিয়ানা ও মধ্য প্রদেশ৷
•সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে এখন ৩৬,৭৩,৮০২ হয়েছে যা মোট করোনা আক্রান্তের ১৫.০৭ শতাংশ৷ দেশে মোট সুস্থতার হার ৮৩.৮৩ শতাংশ৷ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণের হারও কমেছে বলে দাবি করা হয়েছে যার মধ্যে রয়েছে দিল্লি, ছত্তিশগড়, দামান এবং দিউ, হরিয়ানা ও মধ্য প্রদেশ৷
advertisement
advertisement
advertisement