COVID-19 in India: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.১১ লক্ষ, মৃত ৪০৭৭জন

Last Updated:

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮

#নয়াদিল্লি: দেশে করোনার ভয়ঙ্কর পরিস্থিতি৷ করোনার ভাইরাস সংক্রমণের (coronavirus second wave) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা গোটা দেশের৷ অক্সিজেন থেকে হাসপাতালের বেড সবেতেই হাহাকার৷ মৃত্যু মিছিল যেন থামছেই না৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩,১১, ১৭০জন এবং গত ১ দিনে মৃত্যু হয়েছে ৪০৭৭জন৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭জন৷ এবং মৃতের সংখ্যা মোট ২ লক্ষ ৭০ হাজার ২৮৪জন৷
স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮৷ অন্যদিকে ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত করোনায় থেকে দেশে ২ লাখ ৭০হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে মহারাষ্ট্রে করোনার পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক৷
India Coronavirus Update India Coronavirus Update
advertisement
advertisement
শনিবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪৮৪৮জন৷ এই নিয়ে মহারাষ্ট্রে সংক্রামিত ব্যক্তিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪৪০৬৩জন৷ নতুন করে মৃত্যু হয়েছে ৯৬০জন রোগীর৷ মোট মৃতের সংখ্যা ৮০৫১২জন৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে ৫৯০৭৩ জন হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন৷
advertisement
শনিবার বিহারে করোনার ভাইরাসের সংক্রমণের কারণে আরও ৭৩ জন রোগীর মৃত্যু হয়েছে৷ এই নিয়ে মারাত্মক ভাইরাসে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪৩ জন। বিহার সরকার জানিয়েছে যে, পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে এবং মাত্র ১০ দিনের মধ্যে সংক্রমণের হার অর্ধেকেরও বেশি কমেছে। বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের মতে, ১০ দিন আগে রাজ্যে সংক্রমণের হার ছিল ১৪.০৪ শতাংশ, যা এখন মাত্র ৬.৭ শতাংশ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১.১০ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছিল, এর মধ্যে মাত্র ৭৩৩৬ সংক্রমিত হয়েছে৷
advertisement
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা আগের তুলনায় বেশ কিছুটা কম। এর জেরে দেশে দৈনিক সংক্রমণও কমেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নীচে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID-19 in India: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.১১ লক্ষ, মৃত ৪০৭৭জন
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement