TRENDING:

অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার

Last Updated:

সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একা আবির চট্টোপাধ্যায়ই নন,করোনা সংক্রমণ ছড়িয়েছে তাঁর গোটা পরিবারে। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবিরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।
advertisement

আবিরের বাবা তথা প্রবীণ এই অভিনেতা জানিয়েছেন, অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল করা হয়েছে৷ কারণ তাঁর পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত ৷

রবিবার আবির নিজেই তাঁর ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ফের প্রমাণ হলো, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ শ্যুটিং ফ্লোরে সমস্ত সতর্কতা নেওয়ার পরেও, রক্ষা হলো না ৷ হয়েই গেলাম কোভিড পজিটিভ !’

advertisement

আবির তাঁর পোস্টে আরও লেখেন, ‘অদ্ভুত ভাবে আমি একেবারেই ফিট রয়েছি ৷ শুধুমাত্র গন্ধ পাচ্ছি না কোনও কিছু থেকেই ৷ তারপরই টেস্ট করাই৷ নিজেকে আইসোলেটেড করেছি ৷ আমার পরিবারের সদস্যরাও খুব শীঘ্রই টেস্ট করবে নিজেদের ৷ তবে আশা করি তাঁরা সুস্থ আছেন ৷ ’

আবির সবার কাছে আবেদন করে লেখেন, ‘এর মধ্যে আমার সংস্পর্শে বা আমার কাছাকাছি যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে টেস্ট করিয়ে নিন ৷ আর সবার প্রার্থনায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠব সেটা আমি জানি ... এই সময়টা আপনাদের সঙ্গে চাই...’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কিছুদিন আগেই মুক্তি পেয়েছ আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র-র ছবি ‘সুইজারল্যান্ড’ ৷ বর্তমানে একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ গত কয়েক দিন ধরেই সঞ্চালনার কাজ করছেন তিনি৷ শ্যুটিংয়ের পাশাপাশি গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং করেন। যথেষ্ট সাবধানতা অবলম্বনের পর কোভিড আক্রান্ত হওয়ায় স্বভাবতই হতাশ সকলেই৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল