TRENDING:

CO-WIN App: অন্যভাবেও করা যাবে টিকাকরণের স্লট বুকিং প্রক্রিয়া, নতুন নির্দেশিকা জানুন

Last Updated:

অনেক ক্ষেত্রে নাম নথিভুক্ত (Name Entry in CO WIN) করতেই অনেকটা সময় লেগে যাচ্ছে৷ পদ্ধতি আরও সহজ করতেই সরকারের এই পদক্ষেপ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চলছে টিকাকরণ প্রক্রিয়া৷ এখন দেশে তৃতীয় ধাপের টিকাকরণ (Vaccination India) চলছে৷ করোনার সঙ্গে লড়তে টিকা নেওয়া খুবই জরুরি, জানাচ্ছেন চিকিৎসকরা৷ সেই মত স্লট বুক করে টিকা নিচ্ছেন সকলে৷ প্রথমে ফ্রন্ট লাইন ওয়ার্কার৷ তারপরের ধাপে ষাটোর্ধ্বদের জন্য টিকার ব্যবস্থা হয়৷ এখন ৪৫ বছর বা ১৮ বছর বেশি হলে, টিকা নেওয়া যাবে সরকারি ভাবে (Above 18 vaccine)৷ এর জন্য কো-উইনের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এর মাধ্যমে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি তাদের অ্যাপের মাধ্যমে নাম এন্ট্রি, সময়সূচি এবং টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে খুবই তাড়াতাড়ি এবং সহজে নিজের নাম লিখিয়ে ভ্যাকসিন নেওয়ার সুবিধা নিতে পারবেন সব প্রাপ্তবয়স্করাও৷
advertisement

কেন্দ্র এমন এক সময় এই সিদ্ধান্ত নিয়েছে যখন ভারত কোভিড বিরোধী ভ্যাকসিনের ঘাটতির মুখোমুখি, যার ফলে কো-উইএন-তে (CO-WIN App) টিকা দেওয়ার জন্য লোকদের পক্ষে স্লট সন্ধান করা কঠিন হয়ে পড়ছে। এই নির্দেশিকাটি অনুসরণ করে নতুন এপিআই অ্যাপ্লিকেশন থেকেও বুক করা যাবে স্লট৷ এরফলে বন্ধ ঘের বসে বসে প্রাণ যায় তাদের৷

advertisement

আরও পড়ুন COVID19 India Update: আবার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, মৃত ৩৮৪৭জন

কো-উইনের জন্য তৈরি করা মাস্টার ডাটাবেসের পক্ষ থেকে পরিবর্তন হবে। এখন অবধি সরকারের আরোগ্য সেতু এবং উমং দু'টি অ্যাপই ছিল যেখান থেকে ইউজাররা কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রার এবং স্লট বুক করতে পারতেন। অন্যদিকে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপয়েন্টমেন্টের স্লট উপলভব্ধ দেখাতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি সরকার কো-উইনের জন্য পাবলিক এপিআই সংশোধন করে তৃতীয় পক্ষের অ্যাপগুলিতে অ্যাপয়েন্টমেন্টের ডেটা সরবরাহ করা বাদ দিয়ে পেটিএম এবং হেলথাইফির মতো অ্যাপগুলিতে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রাপ্যতার তথ্য দেখায়।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
CO-WIN App: অন্যভাবেও করা যাবে টিকাকরণের স্লট বুকিং প্রক্রিয়া, নতুন নির্দেশিকা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল