COVID19 India Update: আবার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, মৃত ৩৮৪৭জন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) মতে, দেশে করোনায় এখন পর্যন্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ সক্রিয় আক্রান্ত (corona active cases) রয়েছেন৷
#নয়াদিল্লি: গত বেশ কয়েকদিন ধরে নীচে নামা করোনার গ্রাফ (Corona graph) আবারও ঊর্ধ্বমুখী৷ যার ফলে আরও একবার কপালে চিন্তার ভাঁজ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona second wave) রাজ্যগুলিতে নিষেধাজ্ঞার পর, ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল করোনার পরিসংখ্যান। তবে, গত ২৪ ঘণ্টা (last 24 hours corona India) করোনার বর্ধিত পরিসংখ্যান আবারও বিপদের ইঙ্গিত করছে। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ২ লক্ষ ১১ হাজার ২৯৮জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (Corona infection India)। গত ২৪ ঘণ্টায় ৩৮৪৭জনের মৃত্যু হয়েছে (Corona death India)। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এই নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ৩৮।
স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)মতে, দেশে করোনায় এখন পর্যন্ত ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ সক্রিয় আক্রান্ত রয়েছেন (corona active case)৷ এর মধ্যে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত দেশে করোনায় ৩ লাখ ১৫ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এমনকি মহারাষ্ট্রেও করোনার হাত থেকে অনেকটা স্বস্তি পেয়েছে।

advertisement
বুধবার, মহারাষ্ট্রে করোনার ২৪,৭৫২জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন৷ ২৩,০৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন৷ যদিও মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে, তবুও মৃতের সংখ্যা নিয়ে এখনও চিন্তা বজায় থাকছে। এখন পর্যন্ত ৯৯২ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৫৬.৫০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৫২.৪১ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন, এবং ৯১,৩৪১ জনের মৃত্যু হয়েছে। ৩.১৫ লক্ষ রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
গত ২৪ ঘণ্টায় বিহারে করোনার ভাইরাসের সংক্রমণের কারণে আরও ৯৯ জন মানুষ মারা গিয়েছেন, যার কারণে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৮৪৫-এ পৌঁছেছে। স্বাস্থ্য দফতরের মতে, বিহারে করোনার ভাইরাস নতুন করে ২৬০৩জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এই নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা ৬৯৮৩২৯জন৷ গত ২৪ ঘণ্টার মধ্যে ৬৬৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন৷
view commentsLocation :
First Published :
May 27, 2021 11:19 AM IST