এবার সেই বিষয়েই ট্যুইটারে সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি একটি ভিড়ের ছবি শেয়ার করে ট্যুইটারে লিখেছেন, ‘সবাই মিলে এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, একদিন মদের দোকান খুলে সেই সব পরিশ্রমে জল ঢেলে দেওয়া হল। এটা মোটেই ভাল হল না। এত লোক রাস্তায় নেমে পড়েছেন...সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম কেন মানা হচ্ছে না? এটা না আপনাদের জন্য ভাল, না আমাদের দেশের জন্য ভাল হল।’
advertisement
কেন্দ্রীয় সরকার মদের দোকান খোলার নির্দেশ দেওয়ার পরেই দেশের বিভিন্ন অংশে মদ কেনার নামে এককথায় বিশৃঙ্খল হয়ে পড়ে জনতা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। বন্ধ করে দেওয়া হয় মদের দোকানও। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।
advertisement
Location :
First Published :
May 05, 2020 8:57 AM IST
