TRENDING:

‘‌মদের দোকান খোলায় সব পরিশ্রম জল গেল’, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ হরভজনের

Last Updated:

‌মদের দোকান নিয়ে অতিরিক্ত মাতামাতিতে ক্ষতি হল দেশের, মনে করছেন হরভজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়াদিল্লি: সোমবার থেকে দেশে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দোকান খুললেও বলা হয়েছিল করোনা সংক্রমণ রোখার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যেন চলা হয়। কিন্তু ৪০ দিন পর দোকান খোলায় দেশের প্রায় সর্বত্র স্বাস্থ্যবিধি শিকেয় তুলেছেন সাধারণ মানুষ। মানুষের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সব মহল থেকে সমালোচনা করা হয়েছে।
advertisement

এবার সেই বিষয়েই ট্যুইটারে সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি একটি ভিড়ের ছবি শেয়ার করে‌‌ ট্যুইটারে লিখেছেন, ‘‌সবাই মিলে এতদিন ধরে যে পরিশ্রম করেছেন, একদিন মদের দোকান খুলে সেই সব পরিশ্রমে জল ঢেলে দেওয়া হল। এটা মোটেই ভাল হল না। এত লোক রাস্তায় নেমে পড়েছেন.‌.‌.‌সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম কেন মানা হচ্ছে না?‌ এটা না আপনাদের জন্য ভাল, না আমাদের দেশের জন্য ভাল হল।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকদের আড্ডাখানায় হাতির হানা! 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' পরিস্থিতি,মুহূর্তে ভাইরাল হল ভিডিও
আরও দেখুন

কেন্দ্রীয় সরকার মদের দোকান খোলার নির্দেশ দেওয়ার পরেই দেশের বিভিন্ন অংশে মদ কেনার নামে এককথায় বিশৃঙ্খল হয়ে পড়ে জনতা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। বন্ধ করে দেওয়া হয় মদের দোকানও। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‌মদের দোকান খোলায় সব পরিশ্রম জল গেল’, ট্যুইটারে ক্ষোভ প্রকাশ হরভজনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল