লক ডাউন শিথিল হতেই বিয়ে বাড়িতে শর্তসাপেক্ষে ছাড় মিলেছে। বিয়ে মালাবদল প্রীতিভোজ সবই হবে। তবে তা সীমাবদ্ধ রাখতে হবে পঞ্চাশ জনের মধ্যে। সেই সঙ্গে সকলের স্বার্থেই সাবধানতা অবলম্বন জরুরি। খাওয়ার সময়টুকু ছাড়া মাস্ক পরা উচিত। তেমনই এক বিয়ের মেনু লিস্টে ঢুকে পড়ল হ্যান্ড স্যানিটাইজার। বর্ধমানের বাবুরবাগের বাসিন্দা অঙ্কন সাঁইয়ের সঙ্গে বিয়ে হল বাঁকুড়ার ইন্দাস থানার আকুই গ্রামের এনাক্ষীর। এই করোনা আবহে দুজনের বিয়ের রিসেপশন হল এক সঙ্গে। সেই বিয়ের মেনুতে সচেতনতার প্রথম ধাপ হিসাবে রইল স্যানিটাইজার।
advertisement
আমন্ত্রিত অতিথি অভ্যাগতদের প্রত্যেকের হাতে একটি করে স্যানেটাইজারের বোতল তুলে দেওয়া হল। বর্ধমানের পাল্লা রোডের পল্লিমঙ্গল সমিতি পাত্র পাত্রীর ছবি দিয়ে এই স্যানিটাইজারের বোতল তৈরি করে দিয়েছিল।
বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে হ্যান্ড স্যানিটাইজারের বোতল পেয়ে খুশি আমন্ত্রিতরা। বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন তাঁরা। বর কনে জানালেন, বিয়েটা আর পিছতে চাইনি। আবার এই পরিস্থিতিতে সাবধানতা মেনেই বিয়ের অনুষ্ঠান করা হয়েছে।
করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এখন যাতে কেউ বিষয়টিকে হালকা ভাবে না নেন তা নিশ্চিত করতেই এই স্যানিটাইজার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। বাইরে বেরোলে সকলকেই মাস্ক বা ফেসকভারে মুখ ঢাকতে বলছি আমরা।