TRENDING:

থুতু দিয়ে বল পালিশ বিপজ্জনক, এই অভ্যাস বদলাতে হবে ক্রিকেটারদের: শামি

Last Updated:

আজীবন দেখা গিয়েছে, বলের পালিশ চকচক করার জন্য ক্রিকেটাররা নিজেদের থুতু ব্যবহার করে থাকেন ৷ সেই স্বভাব যে এখন অত্যন্ত ভয়ঙ্কর, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার জেরে এখন বিশ্বজুড়ে বন্ধ সমস্ত খেলাধূলা ৷ সেই তালিকায় অবশ্যই রয়েছে ক্রিকেটও ৷ অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে আইপিএল ৷ অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপও এ বছর হতে পারবে কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ৷ তাই ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের জন্যও এ বছর যথেষ্ট খারাপ সময় ৷
advertisement

কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে ভাল করে হাত ধোয়া, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো আরও একটা জিনিসও এখন মেনে চলা অত্যন্ত প্রয়োজন ৷ সেটা হল যেখানে সেখানে থুত ফেলা বন্ধ করা ৷ এই বদ অভ্যাস যাদের রয়েছে, তাদের নিজেদের এবং অন্যান্যদের সুরক্ষার কথা ভেবে এই স্বভাব এখন বদলানোর সময় এসেছে ৷

থুতু ফেলার অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন ক্রিকেটাররাও ৷ সেটা হল, আজীবন দেখা গিয়েছে, বলের পালিশ চকচক করার জন্য ক্রিকেটাররা নিজেদের থুতু ব্যবহার করে থাকেন ৷ সেই স্বভাব যে এখন অত্যন্ত ভয়ঙ্কর, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ এই বিষয় আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের পেসার মহম্মদ শামি জানিয়েছেন, করোনা হয়তো অনেক কিছুই পাল্টে দেবে ৷ এই বলে থুতু লাগিয়ে চকচক করার অভ্যাস এখন বদলানোর সময় এসেছে ৷ এই অভ্যাসকে এখন অত্যন্ত বিপজ্জনক হিসেবেই ধরা হচ্ছে ৷ তবে বহু দিনের এই অভ্যাস ছাড়াটাও একটু কঠিন হবে ৷ কিন্তু আপাতত কয়েক মাস এটা মেনে চলাই উচিৎ সব ক্রিকেটারদের ৷ এর পাশাপাশি শামি আরও জানান, থুতুর বদলে ঘামের ব্যবহার করা যেতে পারে বলের পালিশ বজায় রাখতে ৷ তার পর আস্তে আস্তে ভয় কেটে সব কিছু স্বাভাবিক হয়ে উঠলে তখন আবার পুরনো অভ্যেসে হয়তো ফেরা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
থুতু দিয়ে বল পালিশ বিপজ্জনক, এই অভ্যাস বদলাতে হবে ক্রিকেটারদের: শামি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল