TRENDING:

লকডাউনের ‌মধ্যে মদের বোতল নিয়ে উদ্দাম নাচ‌ নীতীশ কুমারের বিধায়কের (‌দেখুন ভিডিও)‌

Last Updated:

একটি মদের বোতল হাতে মনের আনন্দে নাচছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌পাটনা:‌ করোনার কারণে গোটা দেশেই চলছে লকডাউন। আর লকডাউনের মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বদলে বাকি সবকিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই সিদ্ধান্তকে থোড়াই কেয়ার!‌ বিহারের এক বিধায়ক নিজের বাড়িতেই উৎসব পালন করছেন এই লকডাউনের দিনে। তিনি বিহারে শাসক দল জেডিইউ–এর বিধায়ক। তাঁকে দেখা যাচ্ছে, একটি মদের বোতল হাতে মনের আনন্দে নাচছেন তিনি।
advertisement

আরজেডি এই ভিডিওটি ট্যুইট করে লিখেছে, ‘‌নীতীশ কুমারের এই প্রিয় পুত্র জেডিইউর সহ-সভাপতি। ‌একদিকে বিহারে রেশনের অভাবে গরিব মানুষ মারা যাচ্ছেন ওদিকে মুখ্যমন্ত্রীর কাছের লোক এসব করে বেড়াচ্ছেন। সব কাজ চলছে কাগজে।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই জেডিউ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত বিধায়ককে সরিয়ে ‌দিয়েছে। জেডিইউর রাজ্য মুখপাত্র ওম প্রকাশ সিংহ বলেছেন, যুব জেডিউর রাজ্য সভাপতি, বিধায়ক বিধায়ক অভয় কুশওয়াহার নির্দেশে রাজ্যের দলীয় সহ সভাপতি বিশাল গৌরবের আপত্তিকর ভিডিওর কারণে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের ‌মধ্যে মদের বোতল নিয়ে উদ্দাম নাচ‌ নীতীশ কুমারের বিধায়কের (‌দেখুন ভিডিও)‌
Open in App
হোম
খবর
ফটো
লোকাল