প্রসঙ্গত এদিনই ভারত থেকে করোনা লড়াইয়ের অস্ত্র হাইড্রোক্লোরোকুইন চিনে পৌঁছেছে। এই সময়েই এইচডিএফসি ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানিয়েছে চিনের শেয়ার কেনার অঙ্কটা। চিনের পিপলস ব্যাঙ্ক মার্চে মাসে চলতি ত্রৈমাসিকের জন্যে কিনেছে ১ কোটি ৭৫ লক্ষ শেয়ার।
করোনার ধাক্কায় এইচডিএফসি ব্যাঙ্কের স্টক মুখ থুবড়ে করে গত মাসেই। এই সময় বাজারে পঁচিশ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক। এই সময়েই ডিসেম্বর-ত্রৈমাসিকে এই শেয়ার কিনে নেয় পিপলস ব্যাঙ্ক অফ চিন।
advertisement
এইচডিএফসি ব্যাঙ্কের সিইও কেকি মিস্ত্রি সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই .০৮ শতাংশের মালিক ছিল এই চিনা সংস্থা। বর্তমানে তাঁদের শেয়ার হয়ে দাঁড়াল ১.১ শতাংশ।
Location :
First Published :
April 12, 2020 4:51 PM IST
