TRENDING:

History: দেশলাই বাক্সে ইতিহাসের ছোঁয়া, পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরার অনন্য সংগ্রহশালা

Last Updated:

History: একজন সাধারণ রেলকর্মী থেকে এমন ব্যতিক্রমী সংগ্রাহক হয়ে ওঠা সুমিত কুমার বেরার এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মকে সংগ্রহচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে অনুপ্রাণিত করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: দেশের নানা প্রান্তের বিভিন্ন সময়কালের দেশলাই বাক্স সংগ্রহ করে এক অনন্য সংগ্রহশালা গড়ে তুলেছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা। আদ্রার বাসিন্দা সুমিত কুমার বেরা পেশায় ভারতীয় রেলের একজন কর্মচারী হলেও তাঁর পরিচয় কর্মজীবনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। তিনি একই সঙ্গে একজন সংবেদনশীল কবি এবং নিষ্ঠাবান সংগ্রাহক।
advertisement

দীর্ঘদিনের আগ্রহ, অধ্যবসায় ও যত্নে গড়ে ওঠা তাঁর এই সংগ্রহে বর্তমানে স্থান পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য দেশলাই বাক্স, যা নানা সময়কাল ও ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষ্য বহন করে। ধীরে ধীরে শখের বসে শুরু হওয়া এই উদ্যোগ আজ রূপ নিয়েছে এক বিস্তৃত ও মূল্যবান সংগ্রহশালায়, যা নিঃসন্দেহে সংগ্রহপ্রেম ও ঐতিহ্য সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

advertisement

আরও পড়ুন: কোন ‘ফলে’ সবচেয়ে বেশি ‘ক্যালসিয়াম’ থাকে বলুন তো…? সিওর, শুনলেই চমকাবেন ‘নামে’!

এই ব্যতিক্রমী সংগ্রহ সম্পর্কে কবি সুমিত কুমার বেরা জানান, “দেশলাই বাক্স সংগ্রহ আমার কাছে নিছকই একটি শখ। ছোট থেকেই এগুলো সংগ্রহ করা আমার একটি নেশা ছিল। যখন আমার সংগৃহীত দেশলাই বাক্সগুলি কোনও প্রদর্শনীতে দর্শনার্থীরা আগ্রহভরে দেখে, তখন গভীর তৃপ্তি ও আনন্দ অনুভব করি।”

advertisement

View More

আরও পড়ুন: শার্টের ‘কলারের’ পাশে এই ছোট্ট ‘বোতাম’ কেন থাকে জানেন…? চমকে যাবেন আসল কারণ শুনলেই!

সেরা ভিডিও

আরও দেখুন
দেশলাই বাক্সে ইতিহাসের ছোঁয়া, পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরার অনন্য সংগ্রহশালা
আরও দেখুন

তিনি আরও বলেন, “তাঁর সংগ্রহে থাকা দেশলাই বাক্সগুলি কেবলমাত্র নান্দনিক সৌন্দর্য বা ঐতিহাসিক মূল্যই বহন করে না, বরং প্রতিটি বাক্সই বিশ্বের বিভিন্ন সময়কালের নানা গল্প ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।” একজন সাধারণ রেলকর্মী থেকে এমন ব্যতিক্রমী সংগ্রাহক হয়ে ওঠা সুমিত কুমার বেরার এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মকে সংগ্রহচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে অনুপ্রাণিত করবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
History: দেশলাই বাক্সে ইতিহাসের ছোঁয়া, পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরার অনন্য সংগ্রহশালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল