TRENDING:

পেইন্ট রোলার দিয়ে কনের গায়ে হলুদ! বিয়েতে সামাজিক দূরত্ব মানতে অভিনব পন্থা, তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

করোনা মানুষকে অনেক নতুন জিনিস শিখিয়েছে। যে সব বিষয় নিয়ে মানুষ কখনও ভাবেইনি, এমন বহু কাজ নিয়ে ভাবতে শিখিয়েছে। বিয়ে থেকে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে ভিডিও কলের মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা সংক্রমণের একেবারে প্রথম ধাপে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য কেনা ছাড়া বাড়ির বাইরে বেরনো ছিল একেবারে নিষিদ্ধ। সেই সময় সব কিছুর পাশাপাশি বন্ধ ছিল সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু কতদিন বন্ধ রাখা সম্ভব সব অনুষ্ঠান? ফলে আনলক পর্ব শুরু হওয়ার পরে একে একে শিথিল করা হয় নিয়ম। ন্যুনতম পরিজনদের নিয়ে শুরু হয় বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধের মত সামাজিক অনুষ্ঠান। তারপর থেকে সেভাবেই চলছে। এখনও স্বাভাবিক হয়নিই পরিস্থিতি। করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলেছে। সরকারি নিয়ম মেনে এখনও স্বল্প সংখ্যক পরিজনদের নিয়ে, সামাজিক দূরত্ব মেনেই সারতে হচ্ছে অনুষ্ঠান।
advertisement

করোনা মানুষকে অনেক নতুন জিনিস শিখিয়েছে। যে সব বিষয় নিয়ে মানুষ কখনও ভাবেইনি, এমন বহু কাজ নিয়ে ভাবতে শিখিয়েছে। অনেক কাজের নতুন পদ্ধতি শিখিয়েছে। বিয়ে থেকে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, মাস কয়েক আগে পর্যন্ত বিদেশে অনলাইনে পড়াশুনার রীতি প্রচলিত থাকলে ভারতবর্ষে বাচ্চাদের ক্ষেত্রে তা একেবারেই প্রচলিত ছিল না। কিন্তু করোনা আসার পরে মাত্র কয়েক মাসের মধ্যেই এখন শিক্ষার মূল মাধ্যম হয়ে উঠেছে অনলাইন ক্লাস।

advertisement

অন্যদিকে, বিয়ে বা কোনও সামাজিক অনুষ্ঠানে লকডাউনের কারণে যারা উপস্থিত থাকতে পারছেন না, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাক্ষী রাখা হচ্ছে অনলাইনে। গায়ে হলুদ থেকে মালাবদল, সিঁদুরদাঁ সবই ফোন বা ল্যাপটপের সামনে বসে চাক্ষুষ করতে পারছেন তাঁরা।

advertisement

কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ফলে খুব তাড়াতাড়ি মানুষ আবার একত্রিত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, করোনা আমাদের সঙ্গী হয়েই থেকে যাবে। তাই মাস্ক পরা যেমন জরুরি, তেমনই জরুরি সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলির ক্ষেত্রে কীভাবে সামাজিক দূরত্ব মানা সম্ভব? এবার সেটাই করে দেখিয়েছে একদল তরুণ-তরুণী। পেইন্ট রোলারের সাহায্যে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। সামাজিক দূরত্ব মেনে একেবারে অভিনব প্রযুক্তির ব্যবহারে গায়ে  হলুদের এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন  প্রসিদ্ধ হোটেলিয়র হরজিন্দর সিং কুকরেজা। নিমেষে সেটি ভাইরাল হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে একেবারে মাঝখানে সালওয়ার কামিজ, গয়নায় সেজে বসে রয়েছেন হবু কনে। পাশেই রাখা হলুদের ট্রে। সেখান থেকেই লম্বা হাতল লাগান একাধিক পেইন্ট রোলারের সাহায্যে কনেকে হলুদে রাঙিয়ে দিচ্ছেন সকলে মিলে। পরিবারের সদস্যদের পাশাপাশি কনের বন্ধুদের উপস্থিতি সেখানে লক্ষ করা যাচ্ছে। সকলেই মহানন্দে উপভোগ করছেন অনুষ্ঠান, তবে সামাজিক দূরত্ব মেনে।  ভিডিওটি পোস্ট করার পর থেকে হাজার হাজার মানুষ সেটি দেখেছেন। অনেকেই পরিবারে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পেইন্ট রোলার দিয়ে কনের গায়ে হলুদ! বিয়েতে সামাজিক দূরত্ব মানতে অভিনব পন্থা, তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল