TRENDING:

River Erosion: পাহাড়ে বৃষ্টি হলেই জল বাড়ছে নদীর! তোর্ষার আগ্রাসী রূপে আতঙ্ক এলাকায়

Last Updated:

নদীর ভাঙন প্রতিনিয়ত হয়েই চলেছে। এই এলাকার নদীর তিনটি বাঁধ ইতিমধ্যেই নদী গ্রাস করে নিয়েছে। তোর্ষার আগ্রাসী রূপে আতঙ্ক এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর: জেলা কোচবিহারের সদর শহরের মাঝ দিয়েই বয়ে গিয়েছে তোর্ষা নদী। সারাবছর এই নদীতে জল খুব একটা না থাকলেও বর্ষার মরশুম কিংবা পাহাড়ে বৃষ্টি হলেই আগ্রাসী রূপ ধারণ করে এই নদী। এমনই অবস্থা কোচবিহারের বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙা এলাকায়। নদীর ভাঙনের জেরে বেহাল দশা গ্রামের।
advertisement

নদীর আগ্রাসী রূপের চোখ রাঙানির জেরে ভীত গোটা গ্রাম। তাই নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার আবেদন জানানো হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে। তবে সরকারি ভাবে বহুবার এলাকা পরিদর্শন করা হলেও কাজ এগোয়নি কিছুই। এলাকার এক বাসিন্দা সন্তোষ রায় জানান, দীর্ঘ দু-তিন বছর আগে থেকেই নদী ভাঙনের চিন্তায় রয়েছেন এলাকার মানুষেরা। তাই তাঁরা বারবার আবেদন জানিয়ে আসছেন।

advertisement

আরও পড়ুন: জেলার ঐতিহ্য এই বাস! পর্যটকদেরও দারুণ পছন্দের! পুজোর আগে চালুর ভাবনা

সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকার আরও দুই বাসিন্দা রত্না বর্মন ও হিতাংশু চন্দ্র দেবনাথ জানান,নদীর ভাঙন দেখতে আগের জেলাশাসক জেলাশাসক নিজেও এলাকায় এসেছিলেন। এবং তিনি বলেছেন নদী ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নদীর ভাঙন রোধের সেই কাজ হয়নি কিছুই।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
অভাবকে হারিয়ে স্বর্ণপদক, পুরুলিয়ার চিরঞ্জিত বাউরির ঘুষিতে জয় বাংলার
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
River Erosion: পাহাড়ে বৃষ্টি হলেই জল বাড়ছে নদীর! তোর্ষার আগ্রাসী রূপে আতঙ্ক এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল