মঙ্গলবার অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম পঞ্চায়েত এলাকায় চলছিল পুলিশি অভিযান। এই অভিযানের মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীদের একাংশ। কর্তব্যরত পুলিশকর্মীদের কার্যত জনরোষের মুখে পড়তে হয়। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন গ্রামবাসীরা।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী পুলিশের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, "গোটা এলাকার অধিকাংশ বাড়িতেই গাঁজা গাছ চাষ করা হয়েছে। কিন্তু পুলিশ প্রত্যেক বাড়ির গাঁজা গাছ নষ্ট করছে না। বেছে বেছে দু-একটি বাড়িতেই ক্রমাগত অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করা হচ্ছে।" যদিও গ্রামবাসীদের এই প্রবল বিক্ষোভ সত্ত্বেও পুলিশি অভিযান থামেনি। তারা এদিনও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে দেয়।
আরও পড়ুন: টেবিল ফ্যানের প্লাগ সুইচবোর্ডে গুঁজতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! জানলে ভয় পাবেন আপনিও
ঘটনা হল, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের গ্রামগুলিতে অবৈধ গাঁজা চাষের রমরমা কারবার আছে। প্রশাসনের এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিবছরই গ্রামবাসীরা অতিরিক্ত পয়সা উপার্জনের জন্য গাঁজা গাছ চাষ করে। তেমনই খবর পেলেই পুলিশ দলবল নিয়ে অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করে দেয়। এই দুটো ব্যাপারই সেখানকার স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এদিন যেভাবে পুলিশের বিরুদ্ধে গাঁজা গাছ নষ্ট করা নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠল তা রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ ও বিক্ষোভের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
সার্থক পণ্ডিত