Coochbehar News: টেবিল ফ্যানের প্লাগ সুইচবোর্ডে গুঁজতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! জানলে ভয় পাবেন আপনিও

Last Updated:

বাড়িতে ধান ঝাড়ার জন্য সামান্য টেবিল ফ্যানটা চালাতে গিয়েছিলেন ব্যবসায়ী। কিন্তু তার পরিণতি এমন মর্মান্তিক হবে তা আর কে ভেবেছিল

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
#কোচবিহার: টেবিল ফ্যানের তার সুইচ বোর্ডের প্লাগে গুঁজতে যেতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ব্যবসায়ীর। কোচবিহারের শীতলখুচির খেংচি এলাকার ঘটনা। মধ্যবয়সী মৃত ব্যবসায়ীর নাম শচীন বর্মণ। বয়স বছর ৪৫।
বাড়িতে ধান ঝাড়াইয়ের জন্য বাড়ির ভিতর টেবিল ফ্যান লাগানোর চেষ্টা করছিলেন শচীনবাবু। তখন‌ই এই ভঙ্কর ঘটনা ঘটে যায়। তড়িঘড়ি এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের পরিজনরা জানান, নিজের বাড়িতে ধান ঝাড়াই করার জন্য টেবিল ফ্যান সেটিং করতে গিয়েই ইলেকট্রিক শক লাগে শচীন বর্মণের। প্রতিবেশীরা জানান, নিজের ক্ষেতে এই বছর ধান চাষ করেছিলেন ওই ব্যবসায়ী। সেই ধান পাকার পর কেটে নিয়ে এসে ঝাড়াই করার সময় এই বিপত্তি ঘটে। ধান ঝাড়াই করার সময় টেবিল ফ্যান লাগানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
advertisement
advertisement
বর্তমানে ধান ঝাড়াই করা জন্য অত্যাধুনিক ব্যবস্থা তৈরি এসে গিয়েছে। তবুও গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ এখনও পুরনো পদ্ধতিতেই ধান ঝাড়াই করেন। আর তা করতে গিয়েই মাঝেমধ্যে এমন বিপদ ঘটে যায়। শীতলখুচির ওই ব্যবসায়ীর এই মর্মান্তিক মৃত্যুতে সেই সচেতনতার অভাবেরই ছোঁয়া দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এখন শীতকাল চলছে বলে এমনিতেই পাখা চালানো হয় না। ফলে ইলেকট্রিক সুইচ বোর্ডে কোথাও কোন‌ও গন্ডগোল থাকলেও তা মানুষজনের নজর এড়িয়ে যায়। সম্ভবত ওই ব্যবসায়ীর বাড়ির ইলেকট্রিক সুইচ বোর্ডেও তেমন কোনও গন্ডগোল ছিল। কিন্তু সচেতনতার অভাবেই একটা তরতাজা প্রাণ চলে গেল বলে ধারণা অনেকের।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: টেবিল ফ্যানের প্লাগ সুইচবোর্ডে গুঁজতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! জানলে ভয় পাবেন আপনিও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement