Siliguri News: 'নবান্ন' উৎসব দিয়ে শীতের আনন্দে মাতবে শিলিগুড়ি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ি মহকুমাজুড়ে শুরু হতে চলেছে নবান্ন উৎসব। পুর ও গ্রামীণ এলাকার মানুষ একযোগে এই উৎসবে সামিল হবেন
#শিলিগুড়ি: শিলিগুড়ি পুর এলাকায় প্রতিবছরই শীতের সময় ওয়ার্ড উৎসবের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত থাকতে অভ্যস্ত শহরবাসী। তবে এবার শুধু শিলিগুড়ির শহর নয়, গোটা শিলিগুড়ি মহকুমা এলাকার বাসিন্দারাই সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেতে চলেছেন। এই প্রথম শিলিগুড়ি মহকুমাজুড়ে আয়োজিত হতে চলেছে 'নবান্ন' উৎসব।
শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে এক বৈঠকের পর নবান্ন উৎসবের কথা যৌথভাবে ঘোষণা করেন শিলিগুড়ির মেয়র ও মহকুমা পরিষদের সভাধিপতি। এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিঙের জেলাশাসক এস পুলমবাল্লম, মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্যরা।
বৈঠকে শেষে গৌতম দেব জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এই উৎসবে সংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলো, বিভিন্ন প্রতিযোগিতাও থাকবে। প্রখ্যাত শিল্পীরা সংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করবেন বলেও তিনি জানান। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই উৎসবের মূল অনুষ্ঠানগুলি হবে বলে সিদ্ধান্ত হয়েছে। নকশালবাড়ি, মাটিগাড়া, বাগডোগরা, বিধাননগর, বাতাসী, খরিবাড়ি ও ফাঁসিদাওয়াতে মূল মঞ্চের ব্যবস্থা করা হবে। এবারের নবান্ন উৎসব প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, প্রথম বছর তাড়াহুড়ো করে উৎসবের আয়োজন হচ্ছে। আগামী বছর থেকে অনেক আগে থেকে পরিকল্পনা করে উৎসব করা হবে।
advertisement
advertisement
শিলিগুড়ি মহকুমারজুড়ে নবান্ন উৎসবের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে। এই উৎসবে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের হাজির হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলেও মেয়র জানিয়েছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, "নবান্ন উৎসব ৩০ শুরু হয় পরের মাসের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।" এই নবান্ন উৎসবকে ঘিরে শীতের আনন্দে মেতে ওঠার অপেক্ষা করছে শিলিগুড়ি পুর ও গ্রামীণ এলাকার মানুষ।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 12:09 PM IST