মঙ্গলবার কোচবিহার কল্যাণ ভবনে গণ ডেপুটেশন জমা দেয় জেলার ছাত্রছাত্রীরা। দ্রুত বকেয়া স্কলারশিপের অর্থ দেওয়ার দাবি জানান তাঁরা। বহু দুঃস্থ ছাত্রছাত্রী এই স্কলারশিপের টাকার উপর ভরসা করে নিজেদের পঠন-পাঠন চালান। কিন্তু অনেকদিন সেই অর্থ না পাওয়ায় পড়াশোনার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই বেশ কিছু ছাত্র-ছাত্রী স্কলারশিপের টাকা না পেয়ে লেখাপড়া ছেড়ে বাধ্য হয়ে অন্য কাজ বেছে নিয়েছে। বঞ্চিত পড়ুয়াদের অভিযোগ, সরকার ও প্রশাসনের উচ্চ মহল গোটা বিষয়টি জানা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ করছে না।
advertisement
আরও পডুন: হাজিরা এড়ালেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, যাচ্ছেন না দিল্লি, আইনজীবীর চিঠি ED-কে
স্কলারশিপের টাকা না পেয়ে সমস্যার মুখে পড়া ছাত্র সাব্বির হোসেন বলেন, অনেকদিন হল কোচবিহারের ছাত্র ছাত্রীদের স্কলারশিপের টাকা দেওয়া বন্ধ আছে। কেন বন্ধ এর কারণ কিছু বলা হচ্ছে না। কিন্তু এই টাকা না আসায় গরিব ছাত্র-ছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সরকারের উচিৎ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা।
সার্থক পণ্ডিত