হোম /খবর /কলকাতা /
হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল, যাচ্ছেন না দিল্লি, আইনজীবীর চিঠি ED-কে

Sukanya Mondal | ED: হাজিরা এড়ালেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, যাচ্ছেন না দিল্লি, আইনজীবীর চিঠি ED-কে

এর আগেও মণীশ কোঠারি ও সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। বুধবার ফের গরু পাচার মামলায় অনুব্রত কন্যাকে তলব করা হয়েছিল।

  • Share this:

কলকাতা: গত মঙ্গলবারই দিল্লিতে ইডির হাজিরা। ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। বুধবার তলব করা হয়েছিল কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। কিন্তু সূত্রের খবর, ইডি অফিসে হাজিরা দিতে পারছেন না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। ইডি আধিকারিকদের কাছে ইতিমধ্যে আইনজীবী মারফত একটি চিঠি পাঠিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন তিনি।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর পরই তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, সে সময়ে তাঁর বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তবে সেই উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সব তথ্যই রয়েছে তাঁর বাবা অনুব্রত ও হিসাবরক্ষক মণীশ কোঠারির কাছে। তাঁর বয়ানের সত্যতা যাচাই করতে তাই তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছিলেন তদন্তকারীরা।

আরও পডুন: প্লাস্টিকের ব্যাগে দুমড়ে মুচড়ে আলমারিতে রাখা মা-য়ের দেহ! আটক মেয়ে, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড

অনুব্রত ইতিমধ্যেই দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন। অন্যদিকে, গত মঙ্গলবার গ্রেফতার হন মণীশ কোঠারি। এ দিন, সুকন্যা দিল্লি গেলে তিনকোণা বৈঠক সম্পূর্ণ হতো। কিন্তু, নিজের আইনজীবী মারফত সুকন্যা মণ্ডল ইডি-কে জানিয়েছেন, তিনি আপাতত হাজিরা দিতে যাচ্ছেন না দিল্লি। তাঁর জরুরি কাজ রয়েছে, যা এড়ানো সম্ভব নয়।

সুকন্যার নামে রয়েছে একাধিক জমির দলিল, রয়েছে চালকল। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ছিল ভোলে বোম রাইস মিল। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সুকন্যা? কোথা থেকে এসেছিল এত টাকা? একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল? কোথা থেকে তিনি এত বিপুল সম্পত্তির মালিক হলেন, সূত্রের খবর, নথি দেখিয়ে তাঁর কাছে এই সব জানতে চায় ইডি।

এর আগেও মণীশ কোঠারি ও সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। বুধবার ফের গরু পাচার মামলায় অনুব্রত কন্যাকে তলব করা হয়েছিল।

Published by:Satabdi Adhikary
First published: