Mumbai murder: প্লাস্টিকের ব্যাগে দুমড়ে মুচড়ে আলমারিতে রাখা মা-য়ের দেহ! আটক মেয়ে, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড

Last Updated:

মৃত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। মুম্বইয়ের লালবাগ এলাকার ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে ২২ বছরের মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা।

মুম্বই: এক মহিলার পচা গলা দেহ। কোনও রকমে ঢুকিয়ে রাখা হয়েছে একটা প্লাস্টিকের ব্যাগে। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে বীভৎস দুর্গন্ধ। মুম্বইয়ের ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতালার একটি ফ্ল্যাটের আলমারি থেকে সেই পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে যতটুকু জানা যাচ্ছে, তাতে মা-কে খুন করে দেহ আলমারিতে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠছে তাঁর মেয়েরই দিকে। ২২ বছরের তরুণীকে আটক করেছে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। মুম্বইয়ের লালবাগ এলাকার ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে ২২ বছরের মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ মিলছিল না। প্রতিবেশীরাও গত ২ মাস ধরে তাঁর দেখা পাননি। বেশ কয়েকবার বোনের খোঁজও করেছিলেন ওই মহিলার ভাই।
advertisement
আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জ দেন কি? জেনে রাখুন এই নিয়ম, নাহলে বিপদে পড়বেন
অবশেষে, গত মঙ্গলবার সন্ধে নাগাদ বোনের জন্য থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর ভাই। তারপর প্রৌঢ়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতেই মেলে দেহ। তবে ঠিক কী কারণে নিজের মাকে এমন নৃশংস ভাবে খুন করল, তা এখনও পরিষ্কার হয়নি পুলিশের কাছে।
advertisement
advertisement
advertisement
অন্য আরেকটি ঘটনায়, ১৯ বছরের এক বাঙালি তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চিঞ্চপোকলি এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের ১৩ তলা থেকে। যুবকের হাত ও পা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, নিহতের নাম মাসু্ মিঞা রমজান সরকার। সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভাই মুজাহিদের সঙ্গেই ওই নির্মীয়মাণ বহুতলে ছুতোরের কাজ করত সে। এক দিন নিখোঁজ থাকার পরেই, ওই বহুতল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai murder: প্লাস্টিকের ব্যাগে দুমড়ে মুচড়ে আলমারিতে রাখা মা-য়ের দেহ! আটক মেয়ে, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement