Mumbai murder: প্লাস্টিকের ব্যাগে দুমড়ে মুচড়ে আলমারিতে রাখা মা-য়ের দেহ! আটক মেয়ে, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড

Last Updated:

মৃত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। মুম্বইয়ের লালবাগ এলাকার ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে ২২ বছরের মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা।

মুম্বই: এক মহিলার পচা গলা দেহ। কোনও রকমে ঢুকিয়ে রাখা হয়েছে একটা প্লাস্টিকের ব্যাগে। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসছে বীভৎস দুর্গন্ধ। মুম্বইয়ের ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতালার একটি ফ্ল্যাটের আলমারি থেকে সেই পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে যতটুকু জানা যাচ্ছে, তাতে মা-কে খুন করে দেহ আলমারিতে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠছে তাঁর মেয়েরই দিকে। ২২ বছরের তরুণীকে আটক করেছে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। মুম্বইয়ের লালবাগ এলাকার ইব্রাহিম কসম বিল্ডিংয়ের একতলায় ছোট্ট একটা ফ্ল্যাটে ২২ বছরের মেয়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ মিলছিল না। প্রতিবেশীরাও গত ২ মাস ধরে তাঁর দেখা পাননি। বেশ কয়েকবার বোনের খোঁজও করেছিলেন ওই মহিলার ভাই।
advertisement
আরও পড়ুন: ট্রেনে মোবাইল চার্জ দেন কি? জেনে রাখুন এই নিয়ম, নাহলে বিপদে পড়বেন
অবশেষে, গত মঙ্গলবার সন্ধে নাগাদ বোনের জন্য থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর ভাই। তারপর প্রৌঢ়ার ফ্ল্যাটে তল্লাশি চালাতেই মেলে দেহ। তবে ঠিক কী কারণে নিজের মাকে এমন নৃশংস ভাবে খুন করল, তা এখনও পরিষ্কার হয়নি পুলিশের কাছে।
advertisement
advertisement
advertisement
অন্য আরেকটি ঘটনায়, ১৯ বছরের এক বাঙালি তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে চিঞ্চপোকলি এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের ১৩ তলা থেকে। যুবকের হাত ও পা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, নিহতের নাম মাসু্ মিঞা রমজান সরকার। সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভাই মুজাহিদের সঙ্গেই ওই নির্মীয়মাণ বহুতলে ছুতোরের কাজ করত সে। এক দিন নিখোঁজ থাকার পরেই, ওই বহুতল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai murder: প্লাস্টিকের ব্যাগে দুমড়ে মুচড়ে আলমারিতে রাখা মা-য়ের দেহ! আটক মেয়ে, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement