Mamata Banerjee | Nabanna: বিনিয়োগ টানতে এবার কোন 'নয়া নীতি'র ঘোষণা! নজরে মুখ্যমন্ত্রীর বৈঠক, শিল্পমহলে জোর জল্পনা
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবান্ন সভাঘরে দুপুর সাড়ে তিনটে থেকে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে গত মঙ্গলবার মুখ্যসচিব শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকটি জেলার জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতা: বুধবার নজরে মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক। নবান্ন সূত্রে খবর, এদিন নবান্ন সভাঘরে বিকেল সাড়ে তিনটে থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক শুরু হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন বণিক সভার প্রতিনিধিরাও। উপস্থিত থাকবেন কয়েকজন বিশিষ্ট শিল্পপতিও। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রতিটি বিষয় নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, শিল্পপতিদের সঙ্গে কথা বলে বিনিয়োগ টানার ক্ষেত্রে আরও কী কী করা প্রয়োজন তা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের মাধ্যমে যে বিনিয়োগগুলি রাজ্যে এসেছে, সেগুলির কাজ কতদূর এগিয়েছে, এদিন বিভিন্ন দফতরের আধিকারিকদের কাছ থেকে তা জানতে চাইবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বাইরন 'তৃণমূলেরই লোক', কেন বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়, দিলেন ব্যাখ্যা
এদিনের বৈঠকের আগেই প্রতিটি সংশ্লিষ্ট দফতর এবং কয়েকজন জেলাশাসককে নিয়ে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। সূত্রের খবর, রাজ্যে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করা হচ্ছে নবান্নের তরফে। রাজ্যে তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের ধার ধরে কলকারখানা এবং বিভিন্ন সংস্থার ইউনিট স্থাপন নিশ্চিত করতে নির্দিষ্ট একটি নীতি নিয়ে আসতে চাইছে রাজ্য। মন্ত্রিসভা ছাড়পত্র দিলেই তার কার্যকর করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম থেকেই তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক শুভেন্দু অধিকারীর
মূলত উত্তর-দক্ষিণ, কলকাতা-বারাণসী এবং খড়্গপুর ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যে বিনিয়োগ টানতে, একযোগে কাজ করবে ভূমি ও ভূমি সংস্কার, শ্রম,বিদ্যুৎ, শিল্পসহ ছটি দফতর। এলাকার বিনিয়োগকারীদের সুযোগ দিতেও বিশেষ পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই শিল্পে বিনিয়োগ টানতে বেশ কিছু নীতির সরলীকরণও করেছে রাজ্য। সব মিলিয়ে এদিনের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনের বৈঠককে পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, এই দিনের বৈঠক থেকে শিল্পে নতুন কোনও বিনিয়োগের ঘোষণাও হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 15, 2023 10:39 AM IST