আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের উপর দাঁড়িয়ে ২০ ফুটের মা লক্ষ্মী
লক্ষ্মী পুজো মানেই বাড়িজুড়ে আলপনা দেওয়া আর নাড়ু তৈরি এটা ছিল বাঙালির ঐতিহ্য। তবে আধুনিকতার দাপটে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এই প্রসঙ্গে কোচবিহারের এক ভ্রাম্যমাণ আলপনার স্টিকার বিক্রেতা রঞ্জিত কর্মকার জানান, বেশ কয়েক বছর আগে থেকে বাজারে প্লাস্টিক স্টিকারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় প্রত্যেকটি পরিবার ছোট হয়ে আসায় হাতে করে আলপনা দেওয়া আর সম্ভব হচ্ছে না। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই আলপনা দিতে জানেও না। তাই স্টিকার আলপনা দিয়ে সেই খামতি দূর করা হচ্ছে। বর্তমানে লক্ষ্মী পুজোর আগে স্টিকার আলপনা ভাল বিক্রি হয় বলে জানান তিনি।
advertisement
অনামিকা অধিকারী নামে এক স্টিকার আলপনা ক্রেতা জানান, বাড়িতে লোকের সংখ্যা কমে যাওয়ায় বাধ্য হয়ে এখন আলপনার স্টিকার কিনে পরিস্থিতি সামলাচ্ছেন। এতে সময় অনেকটা বেঁচে যায়। তবে তিনি স্বীকার করেছেন, আগে সকলে মিলে হাত দিয়ে যে আলপনা আঁকা হতো তার আমেজ এবং উন্মাদনা অন্যরকম ছিল।
সার্থক পণ্ডিত