TRENDING:

Cooch Behar Crime|| লজ্জা! যুবতীর সঙ্গে ‌যুবক দলের ‌শিউরে ওঠা কাণ্ড! সমাজের মাথা হেঁট

Last Updated:

Cooch Behar Crime: পুন্ডিবাড়ি এলাকার তিন যুবক যুবতীকে অপহরণ করে এবং অপহরণ করার পর ওই যুবতীর ওপর চলে পাশবিক অত্যাচার। তবে শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে উদ্ধার হয় ওই যুবতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুন্ডিবাড়ি: এমন কী ঘটেছিল ওই যুবতীর সঙ্গে? কেন ওই যুবতী চিৎকার করতে করতে যাচ্ছিল রাস্তা দিয়ে? ঘটনার বিবরণে ওই যুবতী সবাইকে যা বলেছে। সেটা শোনার পর যে কোনও সাধারণ মানুষ আঁতকে উঠবেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মরা নদীর কুঠি এলাকায়। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
কোচবিহারের অপরাধ। প্রতীকী ছবি।
কোচবিহারের অপরাধ। প্রতীকী ছবি।
advertisement

যুবতীর বয়ান অনুযায়ী, "এলাকারই তিন যুবক ওই যুবতীকে অপহরণ করে এবং অপহরণ করার পর ওই যুবতীর ওপর চলে পাশবিক অত্যাচার। দফায় দফায় গণ ধর্ষণ। তবে শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে উদ্ধার হয় যুবতী।"

আরও পড়ুনঃ মাধ্যমিকের আগে চিন্তিত পড়ুয়ারা, পরীক্ষার্থীদের জন্য রইল কৃতী ছাত্রীর দেওয়া জরুরি টিপস

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে অপরিচিত এক যুবতীর চিৎকারের আওয়াজ শুনে এগিয়ে আসে স্থানীয় মানুষেরা। যুবতীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় গোটা ঘটনা। যুবতী জানায়, এলাকার বাসিন্দা মহাদেব ধর-সহ আরও দুই যুবক মঙ্গলবার গভীর রাতে ওই মহিলাকে অপহরণ করে নিয়ে আসে এলাকায়। এরপর মহাদেবের বাড়িতে আটকে রেখে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় যুবতীর পরিবারের কাছে। এরপরই মহাদেব-সহ তিন যুবক রাতভর দফায় দফায় ধর্ষণ করে বলে অভিযোগ যুবতীর। এমনকি সে যাতে পালাতে না পারে তার জন্য অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেয়।

advertisement

আরও পড়ুনঃ 'মেরি জিন্দেগি, তেরি জিন্দেগি...', মন্ত্রের বদলে বিয়ের আসরে পুরোহিতের মুখে হিন্দি-ইংরাজি ডায়লগ, নেটদুনিয়ায় ঝড়

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, নির্যাতিতা ওই মহিলার বাড়ি নদিয়ায়। মহিলার কাছে পুরো বিষয় জানার পর স্থানীয় বাসিন্দারা চড়াও হয় সেই যুবকের বাড়িতে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণায় পালিয়ে যায় যুবক। যদিও পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় এক অভিযুক্ত। ধৃত যুবকের বাড়ি শিলিগুড়িতে বলে জানা গিয়েছে। তাকে গণপ্রহার করে পুণ্ডিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা।"

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নামে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। অভিযুক্তেরা দুই ভাই দীর্ঘদিন ধরেই নানারকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। ইতিমধ্যেই গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ওই যুবতীকে মেডিক্যালের জন্য পাঠানো হয়েছে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায়। তাকে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কনকচূড়েই লুকিয়ে জয়নগরের মোয়ার স্বাদ! এবার 'এই' এলাকাতেই পাওয়া যাচ্ছে মোয়া স্পেশ্যাল ধান
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar Crime|| লজ্জা! যুবতীর সঙ্গে ‌যুবক দলের ‌শিউরে ওঠা কাণ্ড! সমাজের মাথা হেঁট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল