আরও পড়ুন: জলের সমস্যা মেটাতে জামুড়িয়ার বিধায়ক যা করলেন
এলাকাবাসীর এই ক্ষোভ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল গনি বলেন, সিতাই ও শীতলকুচির বিস্তীর্ণ এলাকার মানুষ এই বাঁশের সাঁকো ব্যবহার করেই নদী পার হয়ে মাথাভাঙায় যান। বর্ষার সময় তাঁদের অনেকটা ঘুর পথে চলতে হয়। তিনিও জানান, বারবার উপরমহলে স্থায়ী সেতু তৈরি করার আবেদন জানালেও সেখান থেকে কোনও সাড়া আসেনি।
advertisement
সামনে শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আর কয়েকদিনের মধ্যেই ধরলা নদী বর্ষার জলে পুষ্ট হয়ে ফুঁসে উঠবে। তখন আবার চলাচল বন্ধ হয়ে যাবে। সেই সম্ভাব্য দুর্ভোগের কথা মাথায় রেখেই এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কবে এই দাবি মেনে নেবে প্রশাসন?
advertisement
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 4:44 PM IST