Water Crisis: জলের সমস্যা মেটাতে জামুড়িয়ার বিধায়ক যা করলেন

Last Updated:

কয়লাখনি এলাকা জামুড়িয়ায় জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসানসোল পুরসভার মেয়রের সঙ্গে দেখা করলেন স্থানীয় বিধায়ক হরেরাম সিং

+
title=

পশ্চিম বর্ধমান: কয়লা খনি অঞ্চল জামুড়িয়ায় জলের সঙ্কট নতুন বিষয় নয়। গ্রীষ্মকালে প্রতিবছর সেই সঙ্কট চরম আকার ধারণ করে। কিন্তু এবার বেশ কিছু জায়গা থেকে জলের পাইপ চুরি হয়ে যাওয়ায় সেই জলের সমস্যা ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলা করতে আসানসোল পুরসভা ট্যাঙ্কারের করে জল সরবরাহ করছে। তবে তা পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে জামুড়িয়ার জলের সমস্যা মেটাতে উদ্যোগী হলেন বিধায়ক হরেরাম সিং। তিনি আসানসোল পুরসভায় গিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
এর আগেও একবার জলের সমস্যা নিয়ে মেয়রের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। জামুরিয়া আসানসোল পুরনিগমের অধীনস্থ। কিন্তু খনি অঞ্চল হওয়ায় সেখানে জলাভাব তীব্র। বর্ষা সময় এসে গেলেও এখনও পর্যন্ত বিশেষ বৃষ্টিও হয়নি জেলায়। ফলে জলের সমস্যা বেড়েছে। এই পরিস্থিতিতে মেয়রের সঙ্গে দেখা করে বিধায় হরেরাম সিং জামুড়িয়ায় জলের সরবরাহ বাড়ানোর আবেদন জানান।
advertisement
advertisement
জামুড়িয়ার জল সঙ্কট প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ইতিমধ্যেই জামুড়িয়া এলাকায় জলসঙ্কট মেটানোর চেষ্টা করছে পুরনিগম। প্রথমার্ধের কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তা চালু হয়ে যাবে। পাশাপাশি দ্বিতীয় ফেজের কাজ‌ও শুরু হবে দ্রুত। একইসঙ্গে হবে পাইপ লাইনের কাজ। সেগুলি সম্পন্ন হলেই বিধানসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। মেয়র এবং বিধায়কেরর এই উদ্যোগ দেখে স্থানীয় মানুষজনের আশা, খুব শীঘ্রই তাঁদের পানীয় জলের সমস্যা থেকে মুক্তি মিলবে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Water Crisis: জলের সমস্যা মেটাতে জামুড়িয়ার বিধায়ক যা করলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement