TRENDING:

Coochbehar News: বড় রাস্তার কান ঘেঁষে স্কুল, কিন্তু নেই বাউন্ডারি ওয়াল! যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা

Last Updated:

স্কুলটিতে কোন‌ও বাউন্ডারি ওয়াল তৈরি হয়নি। এদিকে স্কুলের ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে রাজ্য সড়ক। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। বাউন্ডারি ওয়াল না থাকায় স্কুলের ছোট ছোট পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পরিস্থিতি এমনই যে মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: দিনহাটার নান্দিনা ভিতরকুঠি এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়াদের সংখ্যা ৫০ জন। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত স্কুলটিতে কোন‌ও বাউন্ডারি ওয়াল তৈরি হয়নি। এদিকে স্কুলের ঠিক পাশ দিয়েই চলে গিয়েছে রাজ্য সড়ক। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। বাউন্ডারি ওয়াল না থাকায় স্কুলের ছোট ছোট পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পরিস্থিতি এমনই যে মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। আর তাই সব সময় চিন্তায় থাকতে হয় শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলকে।
advertisement

এছাড়াও এই স্কুলটিতে মিড ডে মিল খাওয়ার শেড তৈরি হয়নি এখনও পর্যন্ত। তাই ক্লাসের নোংরা মেঝেতে বসেই খেতে হচ্ছে পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে এই দুটি বিষয় নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে স্কুলের তরফ থেকে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। বর্তমানে আর দেরি না করে স্কুলের বাউন্ডারি ওয়াল এবং মিড ডে মিলের শেড তৈরির জন্য ফের উঠে পড়ে লেগেছেন স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের সংসার চলে ক্ষেতমজুরি করে! গলসির রূপালি শাসক দলে বিরল উদাহরণ

অভিভাবকদের বক্তব্য, এই দুটো জিনিসই খুব জরুরি। তবে সবার আগে দরকার বাউন্ডারি ওয়াল। কারণ ঝুঁকি নিয়ে ছেলেমেয়েদের তাঁরা আর স্কুলে পাঠাতে চান না।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: বড় রাস্তার কান ঘেঁষে স্কুল, কিন্তু নেই বাউন্ডারি ওয়াল! যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল