এছাড়াও এই স্কুলটিতে মিড ডে মিল খাওয়ার শেড তৈরি হয়নি এখনও পর্যন্ত। তাই ক্লাসের নোংরা মেঝেতে বসেই খেতে হচ্ছে পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে এই দুটি বিষয় নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে স্কুলের তরফ থেকে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। বর্তমানে আর দেরি না করে স্কুলের বাউন্ডারি ওয়াল এবং মিড ডে মিলের শেড তৈরির জন্য ফের উঠে পড়ে লেগেছেন স্কুলের শিক্ষক এবং অভিভাবকরা।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের সংসার চলে ক্ষেতমজুরি করে! গলসির রূপালি শাসক দলে বিরল উদাহরণ
অভিভাবকদের বক্তব্য, এই দুটো জিনিসই খুব জরুরি। তবে সবার আগে দরকার বাউন্ডারি ওয়াল। কারণ ঝুঁকি নিয়ে ছেলেমেয়েদের তাঁরা আর স্কুলে পাঠাতে চান না।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2023 6:04 PM IST





