TRENDING:

Kanak Nath Fair: কনক নাথের মেলার কথা জানেন? এখানে এসে মানত করলে, সব সত্যি হয়! জাগ্রত পুজো!

Last Updated:

Kanak Nath Fair: প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এই মেলায়! একবার যেতে পারলেই জীবনের বাধা দূর! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা:  প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় ভাবাবেগে ভরপুর রাজ আমলের ঐতিহ্যমন্ডিত কোচবিহার জেলা। প্রতি বছর বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় জমে মাথাভাঙা মহকুমায় অনুষ্ঠিত কনক নাথের বা কলক নাথের মেলায়। শতাব্দী প্রাচীন এই মেলায় শুধুমাত্র কোচবিহার জেলার মানুষেরাই নয়, বাইরের প্রচুর মানুষেরাও ভিড় জমান। একদিনব্যাপী চলা এই মেলার বেশ জনপ্রিয়তা রয়েছে কোচবিহার জেলার বুকে। মূলত অষ্টমী স্নানকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়। তবে বাসন্তী পুজোর মহাষ্টমী তিথিতে এখানে একটি বিশেষ পুজোর ও আয়োজন করা হয়। এই পুজো বেশ জাগ্রত পুজো বলেই মনে করে থাকেন বহু মানুষেরা।
advertisement

এই পুজো এক উদ্যোক্তা ভবানী প্রসাদ বর্মন জানান, "শতাব্দী প্রাচীন এই পুজোর বেশ অনেকটাই জনপ্রিয়তা রয়েছে কোচবিহার জেলায়। বহু মানুষেরা মনে করে থাকেন এই পুজোয় এসে মানত করলে যে কোন কাজে সিদ্ধি লাভ হয়। আর মূলত সেই টানেই প্রচুর মানুষ প্রতিবছর ভিড় জমান এই পুজোর মধ্যে। এছাড়াও এদিন অষ্টমী স্নানকে উপলক্ষ করে একটি একদিনব্যাপী মেলাও বসতে দেখা যায় এখানে।" মাথাভাঙা শহরের এক প্রবীণ নাগরিক মুকুল চন্দ্র দাস জানান,  "ছোটবেলা থেকেই তাঁরা এই মেলায় অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তবে মেলার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং দিন গেছে আর মেলার জনপ্রিয়তা আরোও বেড়ে উঠেছে।"

advertisement

আরও পড়ুন:  'বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর'! আসছে বাদাম কাকুর নতুন গান! থাকছে রহস্য!

আরও পড়ুন:

মেলার আয়োজন কমিটির সভাপতি রমেন প্রামানিক জানান, "প্রতিবছর এই একদিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয় মাথাভাঙা মহকুমা এলাকার মানসাই নদীর ধারে। তবে বিগত দুই বছর করোনার প্রভাবে মেলায় কিছুটা ভিড় কম হয়েছিল। তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও এই মেলায় যোগদান করছেন। এই মেলা ও পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের মধ্যে নানান কথা প্রচলিত রয়েছে। তবে গোটা মেলা যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয় সেই মর্মে পুলিশ মোতায়ন করা রয়েছে মেলার মধ্যে। তবে এ বছর নদীতে জলের গভীরতা বেশি থাকার কারণে। হোস পাইপের মাধ্যমে নদী থেকে জল তুলে স্নানের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Kanak Nath Fair: কনক নাথের মেলার কথা জানেন? এখানে এসে মানত করলে, সব সত্যি হয়! জাগ্রত পুজো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল