Bhuban Badyakar | Kacha Badam: 'বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর'! আসছে বাদাম কাকুর নতুন গান! থাকছে রহস্য!
- Published by:Piya Banerjee
Last Updated:
Bhuban Badyakar | Kacha Badam: এবার নতুন গানে নতুন করে ফিরবেন ভাইরাল বাদাম কাকু। তবে এবার তাঁর গানে থাকছে এক নতুন রহস্য! জানুন
বীরভূম: এবার অন্যের লেখা গান গায়বেন কাঁচা বাদাম বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকর। খুব শীঘ্রই সেই গানের রেকর্ডিং হবে বলে জানান তিনি।বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে বাড়ি ভুবনের। কিন্তু এখন তিনি থাকেন দুবরাজপুর শহরের একটি ভাড়া বাড়িতে। সম্প্রতি তিনি কপিরাইট নিয়ে বিপাকের মধ্যেও পড়েছেন।
এক সময় তাঁর 'কাঁচা বাদাম' গান সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়। ভুবনবাবু জানান, যে নতুন গানটি আসতে চলেছে। সেটা তাঁর লেখা নয়। তবে তাঁর সুর এবং তাঁর গলাই খুব শীঘ্রই গানটি আসতে চলেছে।
advertisement
advertisement
সেই গানের কিছুটা অংশ গেয়েও শুনিয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পী— ‘‘বীরভূমের মানুষ আমি ভুবন বাদ্যকর/ কাঁচা বাদাম গানে গানে মন কেড়েছে সবার।’’ আগামীদিনেও এমন গানই তিনি গাইবেন বলে জানিয়েছেন ভুবন। ভূবনবাবু আরও জানান, কাঁচা বাদাম গানে খ্যাতি লাভের পর তিনি প্রচুর সম্মান পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এখন এই সমস্ত শো করেই চলছে তাঁর সংসার। তবে মানুষের ভালবাসা নিয়ে আরও এরকম গান গায়তে চান তিনি।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 5:01 PM IST