Snake Catcher: খালি হাতে হেলায় ধরেন সাপ, এই যুবকের হাতের মুঠোয় শান্ত হয়েছে ১৫০ বিষধর

Last Updated:

Snake Catcher: তাঁর ভিডিও দেখে ভয়ে কম্পমান নেটিজেনরা। কিন্তু সমীম অকুতোভয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গোড্ডা : হাত দিয়েই হেলায় ধরেন সাপ। সেই ভিডিও এখন ভাইরাল। ঝাড়খণ্ডের গোড্ডা জেলার যুবক সমীম এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এক বিন্দু ভয় না পেয়ে অক্লেশে খালি হাতে ধরছেন বিষাক্ত সাপ। তাঁর ভিডিও দেখে ভয়ে কম্পমান নেটিজেনরা। কিন্তু সমীম অকুতোভয়। প্রসঙ্গত গোড্ডা শহরে টুনটুন শাহের বাড়িতে সাপ দেখা গিয়েছিল। বহু চেষ্টাতেও বাড়ি ছেড়ে যাচ্ছিল না বিষধরটি। তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় স্থানীয় মানুষ।
এমন পরিস্থিতি হয়, আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যান টুনটুন শাহের পরিবার। সাপের কাছে তো দূর অস্ত্। ভয়ে বাড়িতেই পা রাখতে পারছিলেন না কেউ। এই খবর পৌঁছয় সর্পবিদ সমীমের কাছে। তিনি ঘটনাস্থলে এসে অবলীলায় ধরে ফেলেন সেই সাপকে। তাঁর মূল পেশা তাঁবু খাটানো। কিন্তু ছোট থেকেই সাপ ধরা তাঁর নেশা। বরাবরই খালি হাতে বিষধর সাপ ধরে ফেলেন তিনি। ইতিমধ্যেই অনেক বিষধর সাপকে তিনি মুঠোবন্দি করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন :  অস্কারের আলোয় পাল্টায়নি জীবন, রঘুর পর নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি
এখনও পর্যন্ত প্রায় ১৫০ সাপকে হাতবন্দি করেছেন সমীম। তবে কোনও সাপকেই তিনি মারেন না। বরং জঙ্গলে ছেড়ে দেন। মানুষ ও সাপ-দু’ পক্ষের কাছেই তিনি ভরসার আর এক নাম।
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Catcher: খালি হাতে হেলায় ধরেন সাপ, এই যুবকের হাতের মুঠোয় শান্ত হয়েছে ১৫০ বিষধর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement