The Elephant Whisperers’ Couple: অস্কারের আলোয় পাল্টায়নি জীবন, রঘুর পর নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি

Last Updated:

The Elephant Whisperers’ Couple: এ বার তাঁরা দত্তক নিয়ে পালন করতে চলেছেন আর এক অনাথ হস্তিশাবককে। নীলগিরি জেলার সরকার পরিচালিত থেপ্পাকাড়ু হাতি শিবিরেই নতুন অতিথির দেখভালে ব্যস্ত বোম্মান ও বেল্লি।

দক্ষিণী এই দুই প্রকৃতি রক্ষক জয় করেছেন অসংখ্য হৃদয়
দক্ষিণী এই দুই প্রকৃতি রক্ষক জয় করেছেন অসংখ্য হৃদয়
মধুমালাই : ভারতীয় তথ্যচিত্রের অস্কার বিজয়ের পর থেকেই শিরোনামে চর্চিত বোম্মান এবং বেল্লি। দক্ষিণী এই দুই প্রকৃতি রক্ষক জয় করেছেন অসংখ্য হৃদয়। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এ বছর সম্মানিত হয়েছে অস্কার ভূষণে। সেখানে তুলে ধরা হয়েছে এই দম্পতির কথা। তাঁরা রঘু নামের এক অনাথ হস্তিশাবককে লালন পালন করে বড় করেছেন। হাতি ও তার পালক মানুষ বাবা মায়ের সম্পর্ক ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রের গল্প। এ বার তাঁরা দত্তক নিয়ে পালন করতে চলেছেন আর এক অনাথ হস্তিশাবককে। নীলগিরি জেলার সরকার পরিচালিত থেপ্পাকাড়ু হাতি শিবিরেই নতুন অতিথির দেখভালে ব্যস্ত বোম্মান ও বেল্লি।
আইএএস অফিসার সুপ্রিয়া সাহু শেয়ার করেছেন মন ছুঁয়ে যাওয়া একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে পালক বাবা মায়ের সঙ্গে কীভাবে সখ্য তৈরি হচ্ছে হাতির ছানার। ক্যাপশনে লেখা হয়েছে, 'জীবনবৃত্ত বহমান। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর বোম্মান এবং বেল্লি এখন আর এক অনাথ হস্তিশাবকের পালক। তারা আপাতত রয়েছে মধুমালাই অভয়ারণ্যে। তামিলনাড়ুর বন দফতরের তরফে বহু চেষ্টা করা হয়েছে ৪ মাস বয়সি হাতির শাবকটিকে তার দলে ফিরিয়ে দিতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন সে নিরাপদে থাকায় আমরা খুশি। '
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকী গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ভারত থেকে প্রথম বার স্বল্পদৈর্ঘ্যের ছবির বিভাগে অস্কার জয় করল। দর্শক ও সমালোচক মহলে তথ্যচিত্রটি উচ্চ প্রসংসিত। পুরস্কারটি ছুঁয়ে দেখেছেন বোম্মান ও বেইল্লি-ও। তবে পুরস্কারের ছটায় পাল্টে যায়নি দম্পতির জীবন। তাঁরা সবুজের কোলে অনাথ হস্তিশাবকদের দেখভাল করতেন পরম যত্নে। এখনও তাই করছেন। এতেই তাঁরা খুশি।
বাংলা খবর/ খবর/দেশ/
The Elephant Whisperers’ Couple: অস্কারের আলোয় পাল্টায়নি জীবন, রঘুর পর নতুন হস্তিসন্তানের যত্নে ব্যস্ত দম্পতি বোম্মান ও বেল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement