এরপর, তারা কোচবিহারের স্টেশন মোড়ের চৌপথীতে ট্রাফিক অফিসারের দায়িত্বে থাকা নিখিল দত্তের হাত দিয়ে হেলমেট পরিহিত বাইক আরোহীদের হাতে ফলের চারা গাছ তুলে দেন। এদিন এই সংস্থার পক্ষ থেকে মোট ১০টি নতুন চারাগাছ লাগানো হয় এবং ১০০টি চারাগাছ তুলে দেওয়া হয় পথচলতি সাধারণ মানুষের হাতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা এই কর্মসূচী আরও কিছুদিন চালিয়ে যাবেন। যাতে পরিবেশের সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি সামাজিক ভাবেও মানুষকে সচেতন করে তোলা সম্ভব হয়।
advertisement
আরও পড়ুন Snake bites Man: সাপের কামড়, হাসপাতালে সাপ নিয়ে হাজির হলেন জখম ব্যাক্তি!
সংস্থার সম্পাদক শঙ্কর রায় বলেন, "আমরা দেখতে পাচ্ছি দিন দিন পথ দুর্ঘটনা যেভাবে বেড়েই চলেছে। এবং এই হেলমেট না থাকার কারণে অনেকেই প্রাণ হারাচ্ছেন। তাই আজ আমরা হেলমেট পরিহিত কিছু বাইক আরোহীদের সম্মানিত করলাম। এবং যারা হেলমেট না পড়ে ছিলেন। তাদের আমরা বুঝিয়ে বললাম হেলমেট পড়ার উপকারিতা। যাতে তারা ভবিষ্যতে হেলমেট ব্যাবহার করতে শুরু করেন সেই উদ্দেশ্যে।" এছাড়া আমাদের সাথে উপস্থিত ছিলেন কোচবিহার শহরের ট্রাফিক অফিসার নিখিল দত্ত। উনি নিজেও হেলমেট পরিহিত বাইক আরোহীদের হতে এই চারাগাছ তুলে দেন।
এই বিষয়ে নিখিল দত্তের বক্তব্য, "এই সংস্থার পক্ষ থেকে যে গাছ বিতরণ করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসে, সেই কারণে কোচবিহার পুলিশ এই সংস্থাকে ধন্যবাদ জানায়। এছাড়া পরিবেশ সচেতনতার পাশাপাশি সমাজ সচেতনতার যে বার্তা তারা আজ দিচ্ছেন, এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।"
Sarthak Pandit