TRENDING:

প্রস্তুতি চলছে গান্ধি কলোনির দুর্গাপুজোর, কোচবিহারবাসী অধীর অপেক্ষায়

Last Updated:

দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে প্রতি বছর এখানে বেশ জাঁকজমকের সঙ্গেই আয়োজন করা হয় দুর্গাপুজোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। তাই সমস্ত জায়গায় পুজোর প্রস্তুতি চলছে বেশ দ্রুত গতিতেই। তবে এই দৌড়ে কোন অংশে পিছিয়ে নেই জেলা কোচবিহার। জেলা শহর কোচবিহারের রাজ আমলের প্রতিষ্ঠিত মন্দির গুলি ছাড়া যে সমস্ত মন্দিরের পুজো একটু পুরনো।
advertisement

তার মধ্যে অন্যতম পুজো হল লীলা স্মৃতি ভবানী মন্দির গান্ধি কলোনির দুর্গা পুজো। দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে প্রতি বছর এখানে বেশ জাকজমকের সাথেই আয়োজন করা হয় দুর্গা পুজোর। তবে বেশ কিছু বছর ধরে এখানে থিমের পুজোর আয়োজন করা হয়। এবং বেশ ভালো ভালো থিম তৈরি করে সাধারণ মানুষের মন জয় করেছেন তারা বহুবার।

advertisement

আরও পড়ুন: পুজোর মধ্যে লম্বা চুল চান? এভাবে পান পাতাকে ব্যবহার করুন

এবছরেও তারা নতুন ধরনের একটা থিম তৈরি করছেন। এবছরে তাদের থিমের নাম 'সৃষ্টি বা আহ্বান'। করোনা কাল অতিক্রম করে যখন গোটা পৃথিবী আবার নিজের পুরনো ছন্দে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে মানুষ সমাজকে নতুন করে বাঁচতে শেখানোর চেষ্টা এই থিমের উদ্দেশ্য। তাছাড়া মন্ডপ তৈরি হচ্ছে বাঁশ ও কাঠ দিয়ে। মূলত পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে থিমের মন্ডপ। মন্ডপের ভিতরে থাকছে বিভিন্ন কাঁসার জিনিসের ডিজাইন।

advertisement

View More

আরও পড়ুন: পুজোয় সকাল থেকে রাত প্যান্ডেল হপিংয়ে মেকআপ থাকবে কী করে? রয়েছে উপায়, জানুন

পুজো কমিটির সম্পাদক সঞ্জয় দে জানান, "দীর্ঘ দুই বছর করোনার পর আমরা আবার আগের মতন আনন্দ করতে চলেছি পুজোর সময়। তাই আমরা এবার সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছি নতুন একটি থিম। এই বছর আমাদের ৭৪তম বর্ষ। আশা করছি আমাদের থিমের এই নতুনত্ব সাধারণ মানুষের ভালো লাগবে। এবং এটি সকলের মন জয় করবে।" সব মিলিয়ে এবছরের পুজোয় গান্ধি কলোনির পুজো নতুন চমক দিতে চলেছে কোচবিহারবাসীকে। কোচবিহারের একের পর এক নজর কাড়া পুজো চোখ ধাঁধিয়ে তুলবে সাধারণ মানুষের। তবে পুজোর আর বেশি দিন বাকি না থাকায় রীতিমত দ্রুত গতিতে চলছে সমস্ত পুজো মন্ডপের কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
প্রস্তুতি চলছে গান্ধি কলোনির দুর্গাপুজোর, কোচবিহারবাসী অধীর অপেক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল