পুজোয় সকাল থেকে রাত প্যান্ডেল হপিংয়ে মেকআপ থাকবে কী করে? রয়েছে উপায়, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রাইমারের বদলে সানস্ক্রিন লাগালেই মেকআপ হবে দীর্ঘস্থায়ী। কীভাবে ব্যবহার করতে হবে?
#কলকাতা: পুজো মানেই টইটই করে ঘোরা। সকালে সেজেগুজে বেরিয়ে পড়া। তারপর থেকে বাইরে বাইরেই খাওয়াদাওয়া, হইহুল্লোড়, আড্ডা আর প্রতিমা দর্শন। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেই রাত কাবার। কিন্তু কথা হল, সকালের মেকআপ রাত পর্যন্ত থাকবে তো!
মেকআপ কী করে দীর্ঘস্থায়ী করা যায়, সেই চিন্তায় মাথা খোঁড়েন অনেকেই। সার্চ করেন ইন্টারনেটে। কিন্তু হদিশ মেলে না। কিন্তু কয়েকটা সহজ টিপস মেনে চললেই মেকআপ হবে দীর্ঘস্থায়ী। পুজোর সময় মেকআপের চিন্তা ছাড়াই ঘোরার হালহদিশ দেওয়া হল এখানে।
আরও পড়ুন: সব পোশাকের সঙ্গে মানাবে এমন জুতো কিনুন পুজোয়, জানুন 'পারফেক্ট জুতো' কেনার কৌশল
বাইরে বেরোলে প্রায় সবাই সানস্ক্রিন লাগান। এটাকে অনেক উপায়ে ব্যবহার করা যায়। সাধারণত প্রাইমার দিয়ে মেকআপ শুরু হয়। কিন্তু প্রাইমারের বদলে সানস্ক্রিন লাগালেই মেকআপ হবে দীর্ঘস্থায়ী। কীভাবে ব্যবহার করতে হবে? এখানে তার বিস্তারিত বিবরণ দেওয়া হল।
advertisement
advertisement
আরও পড়ুন: শিলিগুড়িতে এবার অক্ষরধাম মন্দির, পুজো দেখার অধীর অপেক্ষা শুরু
সানস্ক্রিনে ত্বকের উপর লেয়ার তৈরি হয়: অনেকেই জানেন না, সানস্ক্রিন ত্বকের উপর একটা স্তর তৈরি করে দেয়। এই স্তরটাই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। প্রাইমারও ত্বকের উপরে একটা স্তর তৈরি করে। কিন্তু সেটা শুধুমাত্র মেকআপের কারণে হওয়া ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। এই কারণে প্রাইমারের পরিবর্তে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর কী লাভ হয়?
advertisement
সানস্ক্রিন বেস মসৃণ করে: প্রাইমার লাগানোই হয় ত্বককে মসৃণ করার জন্য। একই ভাবে সানস্ক্রিনও ত্বকের উপর একটা স্তর তৈরি করে এবং ত্বককে মসৃণ করতে সাহায্য করে। এ জন্য মেকআপ বেস সহজেই গ্লাইড করতে শুরু করে। এছাড়াও মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
সানস্ক্রিন ত্বকের ছিদ্রে রাসায়নিক ঢুকতে দেয় না: ঠিক যেমন প্রাইমার মেকআপকে ছিদ্রে পৌঁছাতে বাধা দেয়, একইভাবে, সানস্ক্রিন রাসায়নিক মেকআপ পণ্যগুলিকে মুখের ছিদ্র পর্যন্ত পৌঁছাতে দেয় না। এছাড়াও সানস্ক্রিনে এসপিএফ রয়েছে। এটা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তো বাঁচায়ই, সঙ্গে ট্যানিংয়ের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে। তাই মেকআপে প্রাইমারের পরিবর্তে সানস্ক্রিন ব্যবহার করতে বলা হয়। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি ত্বকও ভাল থাকে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2022 6:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোয় সকাল থেকে রাত প্যান্ডেল হপিংয়ে মেকআপ থাকবে কী করে? রয়েছে উপায়, জানুন