সব পোশাকের সঙ্গে মানাবে এমন জুতো কিনুন পুজোয়, জানুন 'পারফেক্ট জুতো' কেনার কৌশল

Last Updated:

এবারের পুজোয় জুতোর দোকানে ঢুঁ মারার আগে এই প্রতিবেদনটি পড়ে নিতে ভুলবেন না।

'পারফেক্ট জুতো' কেনার কৌশল
'পারফেক্ট জুতো' কেনার কৌশল
#কলকাতা: পুজোর জমিয়ে কেনাকাটা চলছে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত গুণেগেঁথে কেনা হচ্ছে শাড়ি, স্কার্ট, লেহঙ্গা। কিন্তু মুশকিল হয় জুতো নিয়ে। পুজোর চারদিনের সঙ্গে মিলিয়ে জামাকাপড় হলেও জুতো তো একটাই কেনা হয়। পোশাকের সঙ্গে জুতো যদি মানানসই না হয় তাহলে যে সাজটাই মাটি! এখন উপায়?
এ জন্য বেছে নিতে হবে ‘পারফেক্ট জুতো’। অর্থাৎ এমন জুতো কিনতে হবে যা একই সঙ্গে স্টাইলিশ হবে আবার সব পোশাকের সঙ্গেই দিব্যি মানিয়েও যাবে। কিন্তু সবাই এভাবে জুতো কিনতে পারেন না। তাঁদের জন্যই রইল কিছু বিশেষ টিপস। এবারের পুজোয় জুতোর দোকানে ঢুঁ মারার আগে এই প্রতিবেদনটি পড়ে নিতে ভুলবেন না।
advertisement
আরও পড়ুন: উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা, সেজে উঠছে মণ্ডপ
প্লেন ফ্ল্যাট স্যান্ডেল: এই ধরনের স্যান্ডেল দেখতে স্টাইলিশ আবার পরতেও আরাম। ইন্দো-ওয়েস্টার্ন কুর্তির সঙ্গে প্লেইন ফ্ল্যাট স্যান্ডেল সবচেয়ে ভাল যায়। সালোয়ার কামিজের সঙ্গেও মানায়। পরা যায় শাড়ির সঙ্গেও। ইদানীং তরুণ প্রজন্মের মেয়েরা চুটিয়ে পরছে প্লেইন ফ্ল্যাট স্যান্ডেল। দামেও সস্তা। বাজারে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। সোল খুব নরম হওয়ায় পরেও আরাম। চারদিন এন্তার ঘোরাঘুরি করলেও পায়ে ফোস্কা পড়ার ভয় নেই। শুধু দুর্গা পুজো নয়, যে কোনও ধরনের উৎসবেই এই স্যান্ডেল মানানসই।
advertisement
advertisement
ভি শেপ ডিজাইন স্যান্ডেল: এই ধরনের স্যান্ডেলে একটা ক্লাসি লুক রয়েছে। শাড়ির সঙ্গে সবচেয়ে ভাল মানায়। সালোয়ার কামিজ কিংবা স্কার্টের সঙ্গেও ট্রাই করা যায়। যাঁদের হিল দেওয়া স্যান্ডেল পছন্দ তাঁদের জন্য ভি শেপ ডিজাইন স্যান্ডেল একেবারে আদর্শ। এর সোলও খুব নরম। তাই পরেও আরাম। দাম খুব বেশি নয়। বাজারে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে ভি শেপ ডিজাইন স্যান্ডেল।
advertisement
স্ট্রিপ ডিজাইন স্যান্ডেল: এই স্যান্ডেলগুলো দেখতে খুব সাধারণ কিন্তু মারাত্মক কাজের। শাড়ি ছাড়া যে কোনও পোশাকের সঙ্গে চোখ বন্ধ করে পরা যায়। সে জমকালো পোশাক হোক কিংবা সাদামাটা। জিনসের সঙ্গেও মানিয়ে যায়। শুধু পুজোপার্বণ নয়, অনুষ্ঠান বাড়ি থেকে পার্টিতেও পরে যাওয়া যায় অবলীলায়। আর যাঁরা স্যান্ডেল পরতে পছন্দ করেন তাঁদের জন্য তো এটা আদর্শ। কলেজ বা অফিসের মতো প্রতিদিন পরার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। স্ট্রিপ ডিজাইন স্যান্ডেল খুব আরামদায়ক, পায়ের গ্রিপ সহজেই বজায় থাকে। যাঁরা রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান করছেন তাঁরা এই স্যান্ডেল কিনলে ঠকবেন না। দামের সস্তা। বাজারে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে স্ট্রিপ ডিজাইন স্যান্ডেল।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সব পোশাকের সঙ্গে মানাবে এমন জুতো কিনুন পুজোয়, জানুন 'পারফেক্ট জুতো' কেনার কৌশল
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement