পুজোর মধ্যে লম্বা চুল চান? এভাবে পান পাতাকে ব্যবহার করুন

Last Updated:

লম্বা তো হবেই, খুশকির মতো সমস্যা থেকেও মুক্তি মিলবে। দেখে নেওয়া যাক চুলে পানের ব্যবহার কীভাবে করতে হবে।

লম্বা চুল পেতে পান পাতা
লম্বা চুল পেতে পান পাতা
#কলকাতা: দোরগোড়ায় দুর্গাপুজো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন চলছে কেনাকাটার পালা। পাড়ার জামাকাপড়ের দোকানগুলোতে পা ফেলার জায়গা নেই। কিন্তু কেতাদুরস্ত পোশাকের সঙ্গে মানানসই চুলের স্টাইলও দরকার। না হলে সাজটাই মাটি। আর চুলে যে কোনও স্টাইল করতে গেলে প্রয়োজন ঘন লম্বা চুল।
পুজোর আর দু’সপ্তাহও বাকি নেই। এর মধ্যে লম্বা চুল কীভাবে সম্ভব? উত্তর লুকিয়ে আছে পান পাতায়। একটা সময় ঠোঁট লাল করতে মা-ঠাকুমারা পান খেতেন। অবশ্য অনেকের নেশাও ছিল। যে কোনও পুজো-পার্বণেও পান অপরিহার্য। বরণের ডালায় এর উজ্জ্বল উপস্থিতি। দশমীর দিন মিষ্টিমুখের পর মা দুর্গাকে পান খাইয়েই বিদায় জানানো হয়। চুল লম্বা করতে কায়দা করে সেই পান-কেই ব্যবহার করতে হবে। এতে চুল লম্বা তো হবেই, খুশকির মতো সমস্যা থেকেও মুক্তি মিলবে। দেখে নেওয়া যাক চুলে পানের ব্যবহার কীভাবে করতে হবে।
advertisement
আরও পড়ুন: সব পোশাকের সঙ্গে মানাবে এমন জুতো কিনুন পুজোয়, জানুন 'পারফেক্ট জুতো' কেনার কৌশল
পান পাতা কেন: পান পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটা চুল পড়া কমায়। সঙ্গে দ্রুত চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে ৩ বার পান পাতার পেস্ট লাগালে পুজোর আগে মিলবে ঘন লম্বা চুল।
advertisement
advertisement
পান আর নারকেল তেল: এটা পান দিয়ে তৈরি এক ধরনের পেস্ট। তৈরি করতে লাগবে ৫টি পান পাতা এবং ১ চামচ নারকেল তেল। প্রথমে একটা পাত্রে পান পাতাগুলো বেটে নিতে হবে। তারপর তাতে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। নারকেল তেল চুলের জন্য স্বাস্থ্যকর। বাকি কাজ করবে পান পাতা। এই পেস্ট লাগানোর আগে চুল ধুয়ে নিতে হবে। যাতে কোনও ময়লা না থাকে। চুল পুরোপুরি শুকিয়ে গেলে লাগাতে হবে পান পাতা আর নারকেল তেলের পেস্ট। চুল এবং মাথার ত্বকে ভাল করে লাগিয়ে শুকোনোর জন্য এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর শ্যাম্পু করে নিলেই হবে। সপ্তাহে তিন বার এই পেস্ট লাগালেই ফল মিলবে হাতেনাতে।
advertisement
তিলের তেল দিয়ে পান পাতা: দ্রুত চুল বড় করতে তিলের তেলের বিকল্প নেই। তাছাড়া এটা চুল মসৃণ করে, দূর করে খুশকি। এই পেস্ট তৈরি করতে লাগবে ৪টি পান পাতা, ১ চা চামচ তিলের তেল, ২টি রোজমেরি পাতা এবং ৩টি তুলসি। প্রথমে একটা পাত্রে পান পাতা বেটে নিতে হবে। তারপর তাতে ১ চা চামচ তিলের তেল, ২টি রোজমেরি পাতা এবং ৩টি তুলসি দিয়ে আবার বাটতে হবে। মসৃণ ব্যাটারের মতো হয়ে গেলে লাগাতে হবে চুলে। তবে লাগানোর আগে ধুয়ে শুকিয়ে নিতে হবে চুল। আর লাগানোর এক ঘণ্টা পর শ্যাম্পু করতে হবে। এটাও সপ্তাহে তিন বার লাগালে ম্যাজিকের মতো কাজ করবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর মধ্যে লম্বা চুল চান? এভাবে পান পাতাকে ব্যবহার করুন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement