তবে গুড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের কাজে মোটেই খুশি নন এলাকার মানুষেরা। এলাকার অধিকাংশ মানুষেরা বক্তব্য, "বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে গোটা এলাকায় পানীয় জল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা বিন্দুমাত্র হয়নি। এছাড়াও বেশিরভাগ কাঁচা নিকাশি নালা গুলি এখনও পর্যন্ত একই রকম অবস্থায় রয়ে গিয়েছে।"
আরও পড়ুন: বড়দিনে রাতে দুই বাংলাদেশি নাগরিকের থেকে চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার টাকা উদ্ধার করল কাস্টমস
advertisement
তবে এলাকায় বেশ কিছু রাস্তা এবং দু-একটি নিকাশি নালা পাকা করার কাজ হয়েছে বিগত কয়েক বছরে। তবে এখানকার মানুষের অভিযোগ, "পঞ্চায়েত ভোট ছাড়া পঞ্চায়েতকে এলাকায় খুব একটা দেখতে পাওয়া যায় না। এলাকার মানুষদের মৃত্যু দিনের প্রয়োজন পানীয় জলের সমস্যা এখানে প্রচন্ড। এলাকায় জলের কল থাকলেও তা দিয়ে জল পড়ে না। আর যেগুলি দিয়ে জল পড়ে সেগুলির অবস্থাও তথৈবচ।" সব মিলিয়ে গোটা এলাকার মানুষেরা পঞ্চায়েতের ওপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন। ভোট আসে ভোট যায় তবে এলাকার মানুষদের সমস্যা সমস্যাই রয়ে যায়। তাই এ বছর অধিকাংশ স্থানীয় মানুষেরা ভোট বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: সমতলে বিঘের পর বিঘে জমিতে কমলালেবু ফলিয়ে তাক লাগালেন কৃষক, বাগান দেখতে উপচে পড়া ভিড়!
এছাড়াও আবাস যোজনার ঘর নিয়ে গোটা এলাকার একাধিক মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, "এলাকায় বেশ কিছু মানুষ আবাস যোজনার ঘর পেয়েছেন। তবে তাদের মধ্যে অনেকেরই আগে থেকেই ঘর ছিল। অনেকে তো আবার পঞ্চায়েত ঘনিষ্ঠ বলেও ঘর পেয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় মানুষেরা।" তাই আসন্ন পঞ্চায়েত ভোটে বর্তমানের পঞ্চায়েত কে তারা আর চান না এমনটাই জানিয়েছেন এলাকার মানুষেরা। দিনের পর দিন যে কষ্ট সহ্য করে গুড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের মানুষদের বসবাস করতে হচ্ছে তার জেরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন গোটা এলাকার মানুষেরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তারা দাবি তুলেছেন, "দ্রুত যাতে তাদের সমস্ত সমস্যা সমাধান করা হয়। অন্যথায় তারা এ বছর পঞ্চায়েত ভোটে ভোট বয়কট করবেন।"
সার্থক পণ্ডিত





