North 24 Pargana News: সমতলে বিঘের পর বিঘে জমিতে কমলালেবু ফলিয়ে তাক লাগালেন কৃষক, বাগান দেখতে উপচে পড়া ভিড়!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিঘের পর বিঘে জমিতে ফলে আছে কমলালেবু, সমতলের এই কমলাবাগান দেখতে ভিড় করছেন বহু মানুষ।
#উত্তর ২৪ পরগনা: দার্জিলিং নয়, এবার সমতলে দক্ষিণবঙ্গের অশোকনগরে বিঘের পর বিঘে জমিতে ফিলছে কমলালেবু। এভাবেই সমতলে পরীক্ষা মূলকভাবে হলেও কমলালেবু চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক। আর এই কমলালেবুর বাগান দেখতেই এখন ভিড় জমছে অশোকনগরে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন সমতলের এই কমলালেবু বাগান ঘুরে দেখতে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছেড়ে ইউটিউব দেখেই কমলালেবু চাষ করা হয়েছে বলেই জানা গিয়েছে। কমলালেবু মূলত শীত প্রধান দেশে চাষ হয়। কিন্তু এবার সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অশোকনগর বিধানসভার সেনডাঙ্গা এলাকার কয়েক বিঘে জমির উপর কমলালেবু সরিয়ে রীতিমতো সকলকে অবাক করে দিয়েছেন স্থানীয় মন্ডল পরিবার।
আরও পড়ুন: বীরভূমে চলছে বিকল্প পৌষমেলা, আতসবাজি পোড়ানো নিয়ে শুরু বিতর্ক
পরীক্ষামূলক ভাবে হলেও, প্রায় সাড়ে চার কাঠা জমিতে তারা এই কমলালেবু চাষ করছেন। বর্তমানে গাছ ভরেছে কমলালেবুতে। আর এই সমতলের কমলালেবুর বাগানের কথা জানার পরই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন তা দেখতে। সারাদিনই প্রায় মানুষের আবদার মেটাতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলেই জানালেন মন্ডল পরিবারের সদস্যরা। নিজে হাতেই পারা যাচ্ছে কমলালেবু। অনেকেই আবার ব্যাগে করে কমলা লেবু নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। আরও ভাল প্রজাতির কমলালেবু যাতে তৈরি করা যায় আগামীতে সেই চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান কৃষকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২২ সালে টি-২০ ক্রিকেটে সেরা ৫ রান সংগ্রহকারী কারা, তালিকায় ২ ভারতীয়
কথা বলে জানা যায়, আড়াই তিন বছর আগে তারা এই কমলালেবুর গাছ লাগিয়েছিলেন। বিগত বছরগুলিতে অল্প কিছু পরিমাণ ফল আসলেও, এ বছরের মত এত ফল আগে হয়নি। আকারে একটু ছোট থাকায় আগামী দিনে আরো ভালো প্রজাতির ফল কিভাবে তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলেই জানান, কৃষক পরিবারের সদস্য মৈনাক মন্ডল। তাই উচ্চশিক্ষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পেশা ছেড়ে এখন কমলালেবু চাষেই মনোননিবেশ করে ব্যস্ত মৈনাক। তার বিশ্বাস আগামী দিনে তারা আরও ভাল প্রজাতির কমলালেবু চাষ করতে পারবেন। সব মিলিয়ে এখন সমতলের এই কমলালেবুর বাগান রীতিমতো আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে মানুষের কাছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
December 26, 2022 2:50 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Pargana News: সমতলে বিঘের পর বিঘে জমিতে কমলালেবু ফলিয়ে তাক লাগালেন কৃষক, বাগান দেখতে উপচে পড়া ভিড়!
