Birbhum News: বীরভূমে চলছে বিকল্প পৌষমেলা, আতসবাজি পোড়ানো নিয়ে শুরু বিতর্ক

Last Updated:

বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে যে পৌষ মেলার আয়োজন করা হত সেই পৌষ মেলায় দূষণ নিয়ে চরম বিতর্ক হয়। 

+
আতসবাজি

আতসবাজি পোড়ানো নিয়ে শুরু বিতর্ক

#বীরভূম: বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে যে পৌষ মেলার আয়োজন করা হত সেই পৌষ মেলায় দূষণ নিয়ে চরম বিতর্ক হয়। বিতর্ক এমন জায়গায় পৌঁছে যায় যে তা গ্রিন ট্রাইবুনাল আদালতে মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সাল থেকে আতসবাজি পোড়ানো বন্ধ রয়েছে। কিন্তু দেখা গেল এই বছর যখন ডাকবাংলো মাঠে বোলপুর পৌরসভা এবং বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে বিকল্প পৌষমেলার আয়োজন করা হয়েছে সেখানে আতশবাজি পোড়ানো হয় শনিবার রাতে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে শান্তিনিকেতনে।
শনিবার রাতে আতশবাজি পোড়ানোর পাশাপাশি পৌষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো হয় যাও পরিবেশ দূষণ করে বলে দাবি করেছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। যদিও এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আগের মতোই আদালতের দ্বারস্থ হবেন কিনা তা স্পষ্ট করেননি। তবে তিনি মেনে নিয়েছেন, এসবের কারণে পরিবেশ দূষণ হচ্ছে এবং সেই কারণেই তিনি পৌষ মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত থেকেও বক্তব্য রাখেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২২ সালে টি-২০ ক্রিকেটে সেরা ৫ রান সংগ্রহকারী কারা, তালিকায় ২ ভারতীয়
চলতি বছর বিকল্প পৌষ মেলার আয়োজন করার সঙ্গে সঙ্গে আগেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছিলেন, আতসবাজি প্রদর্শন তারা ফিরিয়ে আনবেন। সেই মতোই ২৪ ডিসেম্বর শনিবার রাতে আতসবাজির আয়োজন করা হয়। কিন্তু এই আতসবাজির প্রদর্শনের পরেই পরিবেশ দূষণের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশকর্মী সুভাষ দত্ত জানিয়েছেন, "মাইক বাজানো এবং বাজি পোড়ানো খুব ভুল কাজ হয়েছে। পরিবেশ বিরোধী কাজ হয়েছে এবং আমি এর তীব্র প্রতিবাদ করি। আতসবাজি পোড়ানো ফাটানোর থেকেও বেশি ভয়ংকর।"
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বীরভূমে চলছে বিকল্প পৌষমেলা, আতসবাজি পোড়ানো নিয়ে শুরু বিতর্ক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement