যদিও বিডিওর দফতরের এক কর্মী কর্তব্যরত চিকিৎসককে একটু ভাল করে দেখার অনুরোধ করেছিলেন। তবে চিকিৎসক তাঁর সঙ্গেও খারাপ আচরণ করেন বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন: দাপিয়ে বেড়াচ্ছে বাইসন! তীব্র আতঙ্ক এলাকায়
বিডিও অরুণ কুমার সামন্ত জানান, “ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অসুস্থ সেই ব্যক্তিকে সঠিকভাবে দেখেননি। তা না করেই তিনি সেই ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করার নির্দেশ দেন। তাই একপ্রকার বাধ্য হয়েই চিকিৎসার জন্য সেই ব্যক্তিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে সামান্য চিকিৎসা করতেই অসুস্থ সেই ব্যক্তি সম্পূর্ন সুস্থ হয়ে ওঠেন।’ কোনও রকম পরীক্ষা না করেই রোগীকে সোজাসুজি রেফার করে দেওয়া। তবে আদৌ সেটার প্রয়োজন রয়েছে কিনা সেটা দেখতে না চাওয়া। চিকিৎসকের এহেন ভূমিকায় তিনি রীতিমত অবাক হয়েছেন।
advertisement
আরও পড়ুন: লোকালয়ে বাইসন ! বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশের কারণ জানলে অবাক হবেন
এই ঘটনার বিষয়ে কর্তব্যরত সেই চিকিৎসক খেয়া রায় প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয় নিয়ে কোনও প্রকার মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, “তাঁর যেটা বলার ছিল। তিনি সেটা তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই জানাবেন।”
তবে এই ঘটনার বিষয়ে মেখলিগঞ্জের ভারপ্রাপ্ত বিএমওএইচ ডা: জে বৈদ্য জানান, “রোগীর প্রতি চিকিৎসকের এই গাফিলতির বিষয়টি নিয়ে তাঁর কাছে ইতিমধ্যেই অভিযোগ এসেছে। তিনি গোটা বিষয়টি গুরুত্ব সরকারে ক্ষতিয়ে দেখছেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনাও শুরু করা হয়েছে। কর্তব্যরত সেই চিকিৎসকের কাছ থেকে উপযুক্ত কারণ জানতে চাওয়া হয়েছে।”
Sarthak Pandit






