রাস্তা সংস্কার করার কাজ শুরুর বিষয়টি নিয়ে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ধন্যবাদ জানিয়েছেন নিউজ ১৮ লোকাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এছাড়া স্থানীয় বাসিন্দারা আরোও জানিয়েছেন, "দীর্ঘ অনেকটা সময় ধরে রাস্তা বেহাল থাকার কারণে এলাকার বাসিন্দাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
আরও পড়ুন: এ কী কাণ্ড! গর্ভবতী মহিলার পেটে থেকে যা বের হল, চমকে উঠলেন সকলে
advertisement
তবে বর্তমান সময়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকাবাসী। রাস্তা সংস্কার করা হলে এই রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সুবিধা হবে। সাধারণ দিনের চাইতে বর্ষার সময় এই রাস্তায় ভোগান্তি বেড়ে উঠত। তবে এবার বর্ষার সময় সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যদি এভাবেই বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরতে থাকেন। তবে সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে।"
আরও পড়ুন: এগিয়ে এল সোশ্যাল মিডিয়া! ভাওয়াইয়া সঙ্গীতকে বাঁচাতে বড় উদ্যোগ
তবে এলাকায় বর্তমান সময়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার ফলে স্থানীয় মানুষদের মধ্যে আলাদা উদ্দীপনা চোখে পড়েছে। এই রাস্তা সংস্কারের কাজ শুরু করার বিষয় নিয়ে এদিন এলাকায় উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। এছাড়াও ছিলেন প্রশাসনিক স্তরের কর্তাদের একাংশ। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মি দীপ্ত বিশ্বাস জানান, "দীর্ঘ সময় ধরে এলাকার মানুষদের ব্যাপক সমস্যা হচ্ছিল এই রাস্তার কারণে। তাই সরকারি উদ্যোগে এই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে । আগামী দিনে এলাকার অন্যান্য রাস্তা গুলি সংস্কারের কাজ শুরু করা হবে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে প্রশাসনিক স্তর থেকে।"
Sarthak Pandit