হোম /খবর /কোচবিহার /
এগিয়ে এল সোশ্যাল মিডিয়া! ভাওয়াইয়া সঙ্গীতকে বাঁচাতে বড় উদ্যোগ

Cooch Behar News: এগিয়ে এল সোশ্যাল মিডিয়া! ভাওয়াইয়া সঙ্গীতকে বাঁচাতে বড় উদ্যোগ

ভাওয়াইয়া সঙ্গীতের প্রচার

ভাওয়াইয়া সঙ্গীতের প্রচার

Cooch Behar News: অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়েছিল কোচবিহার জেলার একটি ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠানের সামাজিক মাধ্যম চ্যানেলের মাধ্যমে।

  • Share this:

মাথাভাঙা: মাথাভাঙা ১নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কুসুমকুমারী প্রাথমিক বিদ্যালয়ে ভাওয়াইয়া সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়েছিল কোচবিহার জেলার একটি ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠানের সামাজিক মাধ্যম চ্যানেলের মাধ্যমে।

এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীদের সংবর্ধনা ও প্রদান করা হয়। ভাওয়াইয়া সঙ্গীতের একটি ইউটিউব চ্যানেলের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার ফলে খুশি হয়েছেন জেলার বিভিন্ন ভাওইয়া সঙ্গীত শিল্পীরা। এদিন এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট প্রবীণ শিল্পী এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।

ওই চ্যানেলের কর্ণধারের লেখা ও সুরে একটি নতুন ভাওয়াইয়া গান ও প্রকাশ করা হয় এদিন এই অনুষ্ঠানের মধ্যে। এছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় বিশিষ্ট কিছু ভাওয়াইয়া সঙ্গীত। জেলার বাইরের ও প্রচুর ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ধুপগুড়ি থেকে আসা ভাওয়াইয়া সঙ্গীতপ্রেমী তথা প্রাক্তন শিক্ষক অতীশচন্দ্র রায় কয়েক জন শিল্পীকে বাদ্যযন্ত্র দিয়ে সহযোগিতা করেন।

আরও পড়ুন, কুন্তলের টাকাতেই কিনেছেন গাড়ি! ED-র দফতর থেকে বেরিয়ে জানালেন বনি সেনগুপ্ত

আরও পড়ুন, স্কুলে সন্তান পাঠিয়েও শান্তি নেই! মহিলা কর্মচারীর কুপ্রস্তাবের মেসেজ, পরে যা হল

এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই ভাওয়াইয়া সংগীত ইউটিউব চ্যানেলের কর্ণধার পুষ্পজিৎ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন লোকশিল্পী প্রসার সমিতির জেলা সভাপতি দুলালমনি পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক নিত্যজিৎ বর্মন, মিঠুন বর্মন।

Sarthak Pandit

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Cooch behar