TRENDING:

Cooch Behar News: রাধাষ্টমী তিথিতে শুরু হল কোচবিহারের বড় দেবীর মূর্তি গড়ার কাজ! রীতি মেনে হল পুজো ‌যজ্ঞ

Last Updated:

রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমী তিথিতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের শক্তি দণ্ড। এদিন ময়না কাঠের এই শক্তি দণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমী তিথিতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের শক্তি দণ্ড। এদিন ময়না কাঠের এই শক্তি দণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে। এই বিশেষ পুজোর পর ময়না কাঠের শক্তি দণ্ডকে তিন দিন পর ময়না কাঠের শক্তি দণ্ডকে কেন্দ্র করে তৈরি হবে বড় দেবীর মূর্তি।
advertisement

কোচবিহারের রাজার স্বপ্নাদেশে পাওয়া বড় দেবীর পুজো আজ থেকে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। তবে বড় দেবী প্রতিমা অন্যান্য দুর্গা প্রতিমার চাইতে বেশ অনেকটাই আলাদা। এখানে দেবীর বাহন বাঘ, আর দেবীর দুপাশে থাকেন জয়া ও বিজয়া।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস অবস্থা, ঘুরে আসুন ‘পাখা গ্রাম’ থেকে! ছুঁয়ে দেখুন বাংলার ঐতিহ্যকে

advertisement

এই পুজোর বিষয়ে রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, “রাধা সপ্তমীর শেষ রাতে এই ময়না কাঠের শক্তি দণ্ডকে কোচবিহার মদনমোহন বাড়ি থেকে বড় দেবীর মন্দিরে নিয়ে আসা হয়। তারপর আজ রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে এই ময়না কাঠের শক্তি দণ্ডকে বিশেষ ভাবে পুজো করা হয়। এরপর এই ময়না কাঠের শক্তি দণ্ডে তিন দিন পর মৃত্‍ শিল্পীরা দেবীর মূর্তি গড়ার কাজ শুরু করেন। বছরের পর বছর ধরে রাজ আমলের এই রীতি ও প্রথা মেনেই এভাবেই সমস্ত বিষয় হয়ে আসছে।  কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে দেবী বাড়ির বড় দেবীর মূল মন্দিরে।”

advertisement

আরও পড়ুন: তারাপীঠের আদলে মায়ের মন্দির এবার হুগলিতে! সঙ্গে থাকবে নানা চমক

এদিনের এই বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক ও রাজ পরিবারের দুয়ার বক্সি। পুজো শেষে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, “আজও সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে রাজ আমলের সমস্ত রীতি ও প্রথা মানা হয়। কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজোর সমস্ত পদ্ধতি রাজ আমল থেকেই এইভাবেই মানা হয়ে আসছে। বড় দেবীর পুজো করা হয়ে থাকে কোচবিহারের বড় দেবী মূল মন্দিরে। এখানেই দেবীর মূর্তি তৈরি করা হয়।”

advertisement

বড় দেবীর প্রতিমা তৈরির মূল কারিগর প্রভাত চিত্রকর জানান, “বড় দেবীর মূর্তি তৈরিতে চামটা এলাকার বিশেষ মাটি ব্যবহৃত হয়। রাধা অষ্টমীর তিন দিন পর থেকে এই মূর্তি তৈরি কাজ শুরু করা হয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: রাধাষ্টমী তিথিতে শুরু হল কোচবিহারের বড় দেবীর মূর্তি গড়ার কাজ! রীতি মেনে হল পুজো ‌যজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল