TRENDING:

Durga puja 2023: প্রায় ৩০০ বছরের কোচবিহারের রাজ আমলের ‌পুজো! এখন গোটা এলাকার বড় উৎসব

Last Updated:

কোচবিহার মহারাজা নিজে এখানে আসতেন এই দুর্গা পুজোয় সময়। কালক্রমে এই পুজো হয়ে উঠেছে গ্রামের সকলের দুর্গা পুজো। চলতি বছর এই পুজোর বয়স প্রায় আনুমানিক ৩০০ বছর হবে বলে জানিয়েছেন এলাকার মানুষরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহার জেলার দিনহাটা মহকুমা ২ নং ব্লকের নাজিরহাট গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বেলবাড়ি বাজার এলাকা। একসময় জঙ্গলে ঘেরা এই এলাকার মাঝামাঝি দুর্গাপুজো শুরু হয়েছিল। কোচবিহারের মহারাজা নিজে এই মন্দিরটি তৈরি করে ছিলেন।
advertisement

কোচবিহার মহারাজা নিজে এখানে আসতেন এই দুর্গা পুজোয় সময়। কালক্রমে এই পুজো হয়ে উঠেছে গ্রামের সকলের দুর্গা পুজো। চলতি বছর এই পুজোর বয়স প্রায় আনুমানিক ৩০০ বছর হবে বলে জানিয়েছেন এলাকার মানুষরা।

আরও পড়ুন: রাতারাতি ঘুরে গেল জীবনের মোড়! অঙ্গনওয়াড়ি কর্মী থেকে জেলা পরিষদের সভাধিপতি

advertisement

বেলবাড়ির এই দুর্গা পুজোর মাঠে বর্তমান সময়ে পাট রোদে দিয়ে রেখেছেন এলাকার মানুষ। তাই এখন এই দুর্গা পুজোর মাঠকে দেখলে মনেই হবে না, যে এখানে আর কিছু দিন পরেই দুর্গা পুজো হতে চলেছে। কিন্তু এখানের এই মাঠেই দুর্গা পুজোর সময় বড় মেলা বসে।

View More

আরও পড়ুন: শালুগড়ার ইওয়াম মঠে ভিড় বাড়ছে পর্যটকদের! আপনিও তরীবাড়ির এই বৌদ্ধ গুম্ফা থেকে ঘুরে আসতে পারেন

advertisement

পুজো কমিটির সহ-সভাপতি অশোক দাস বলেন, “এই দুর্গা পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। একই ভাবে এই পুজোয় মেতে ওঠেন বেলবাড়ির সাধারণ গ্রামবাসীরাও। পাঁচ দিনের এই পুজো জমজমাট হয়ে ওঠে এই গ্রামের মন্দিরের মাঠে। কোচবিহারের প্রায় প্রতিটি পুজোর মতো এই পুজোর ক্ষেত্রেও রয়েছে প্রচুর পুরোনো গল্প।” কোচবিহার জেলার এই বেলবাড়ির দুর্গা পুজো তাই অন্যতম ঐতিহ্যবাহী একটি পুজো বলাই যায়।

advertisement

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga puja 2023: প্রায় ৩০০ বছরের কোচবিহারের রাজ আমলের ‌পুজো! এখন গোটা এলাকার বড় উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল